নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ঈদ আনন্দ

২২ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৬


ছন্দকবিতা, স্বরবৃত্ত (৪+৪+৪+২)

ঈদ এলো আজ ঈদ এলোরে
এই ধরণীর বুকে,
গায় পাখি গান সুরে সুরে
সুখ বারতার সুখে।

খোকাখুকি দিচ্ছে উঁকি
বাঁকা চাঁদের ঢঙে,
রমণীরা নিচ্ছে ঝুঁকি
সাজতে নানান রঙে।

শহর ছেড়ে আমজনতা
গাঁও গ্রামের ছন্দে,
হৃদয় জুড়ে সজীবতা
পল্লী মাটির গন্ধে।

স্বজন বাড়ি জমায় পাড়ি
কেনা বেচার ধুম যে,
অরুণ তরুণ সারি সারি
সুর উঠেছে তূর্যে।

কোলাকুলির ঢল নেমেছে
নবীন প্রবীণ ক্রোড়ে,
খুশির জোয়ার বইছে আজই
পাড়ায় পাড়ায় মোড়ে।

মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৫

ওমেরা বলেছেন: সুন্দর কবিতা ।

২২ শে জুন, ২০১৭ দুপুর ২:০৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মুখ হতে প্রশংসা পেয়ে দারুন উৎসাহিত হলাম। মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা সতত।

২| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৮

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। ভালো লাগা আর অগ্রীম ঈদের শুভেচ্ছা রইলো। !:#P

২২ শে জুন, ২০১৭ দুপুর ২:১৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতাটি আপনার ভালো লাগায় আমার হৃদয়ে দোলা দিলো ঈদের উপরে আরেকটি ঈদ আর তাই প্রথমেই আপনাকে জানাই ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা........................ ঈদ মোবারক !
আপনার মন্তব্য সত্যিই আমাকে লিখতে উৎসাহিত করে। ঈদ বয়ে আনুক আপনার জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি। শুভকামনা নিরন্তর। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।

৩| ২২ শে জুন, ২০১৭ দুপুর ২:০২

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

২২ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় শুদ্ধতার কবি, আপনার মন্তব্য পাওয়া মানে আমার লিখাটির শুদ্ধতার যাচাই করা বলে আমি মনে করি। প্রতিবার আপনার ধরিয়ে দেওয়া ভূলগুলো হতে আমি শেখার চেষ্টা করি। আরেকটু ভালো লিখতে আরেকটু শিখতে চেষ্টা করি। আপনি পাশে থাকায় চলার পথ অনেকটা সহজ হয় এবং উন্নতির আশা করা যায়। সবসময় ব্লগে নিয়মিত থাকতে না পারার প্রধান কারন হলো, প্রবাস জীবনের বাস্তবতার বন্ধি শিকলে যে আমার হাত পা বাঁধা। শতইচ্ছা থাকা সত্তেও সময়মত প্রতি উত্তর আর কমেন্টস করতে না পারায় বড় আপসুস হয়। আপনার মূল্যবান মন্তব্যে আমি সবসময় যে কতটুকু উৎসাহিত হই সেটি প্রকাশের ভাষা আমার নাই।


ঈদ মোবারক !


হৃদয়ের গভীর হতে সীমাহীন অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা সবসময়।

৪| ২২ শে জুন, ২০১৭ দুপুর ২:১১

নাগরিক কবি বলেছেন: সুন্দর B-)

২২ শে জুন, ২০১৭ দুপুর ২:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মুখ হতে প্রশংসা পেয়ে খুব অনুপ্রাণিত হলাম। মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা থাকলো।

৫| ২২ শে জুন, ২০১৭ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২২ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় কবি, আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে দারুন অনুপ্রাণিত হলাম। মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা থাকলো।

৬| ২২ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৪

অর্ক বলেছেন: ভাল লাগলো প্রিয় কবি! কিছু ভুল বানান অনুপম কবিতাটির সৌন্দর্যহানি ঘটিয়েছে। টাইপিং মিস্টেক হয়ে থাকবে। সংশোধন করে নিন। আপনি এই ব্লগের একজন প্রথম সারির কবি, তাই আপনার ছোটখাটো ভুলও খুব চোখে পড়ে!

[রমণীরা নিচ্ছে ঝুঁকি
সাজতে নানান রংগে]
ঠিক বুঝলাম না, কি ধরণের ঝুঁকি?

২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় ভাইয়া, আমি যতটুকু যত্ন না করে পোস্ট করেছি আপনি তারও বেশি যত্ন করে পড়েছেন। আমি সত্যিই দারুন আনন্দিত হয়েছি। আপনার মূল্যবান মন্তব্যে আমার এই post-টি সার্থকতা পেয়েছে। আমি check করে নিয়েছি। এখন ঠিক আছে কিনা আশা করি জানাবেন।

[রমণীরা নিচ্ছে ঝুঁকি
সাজতে নানান রংগে]
ঠিক বুঝলাম না, কি ধরণের ঝুঁকি?

ঝুঁকিগুলো হচ্ছে, রমণীরা নিজের সুন্দর্য তুলে ধরতে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রসাদনীও ব্যবহার করছে যা চামড়া এবং শরীরের জন্য মারাক্তক রোগের হুমকি। এছাড়াও মার্কেটগুলোতে অগনিত মানুষের ভীড়ে চলছে ইভটেজিং তবুও বসে নেই ওরা। এদের মধ্যে কেউ কেউ careful আছে আবার কেউ কেউ একদম careless ভাবে ছুটে চলছে ইত্যাদি, ইত্যাদি ।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন ভাইয়া। শুভকামনাসতত।

৭| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য

২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য আমাকে দারুনভাবে অনুপ্রাণিত করেছে। অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন প্রিয়।

৮| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে!!

২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০১

কবি হাফেজ আহমেদ বলেছেন:  প্রিয় কবি, আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে দারুন অনুপ্রাণিত হলাম। মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা থাকলো।

৯| ২২ শে জুন, ২০১৭ রাত ৮:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই ঈন নিয়ে ছড়া কবিতা।

অনেকদিন পর প্রিয় হাফেজ ভাইয়ের কবিতা পাইলাম! ভালো আছেন তো ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২২ শে জুন, ২০১৭ রাত ১০:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম, ধন্যবাদ প্রিয় ভাইয়া। প্রবাসে কাজের ফাঁকে সময় করে প্রতিদিন সামুতে আসি কিন্তু log in. করিনা সবসময়। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
ভালো থাকবেন। শুভকামনা সবসময়।

১০| ২২ শে জুন, ২০১৭ রাত ১০:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্,
আপনাদের দোআ আল্লাহ্'র রহমতে আমিও ভালো আছি ভাই। কৃতজ্ঞতা প্রতিউত্তরে।

ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা রইল ভাই।

২২ শে জুন, ২০১৭ রাত ১০:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই। অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক।

১১| ২২ শে জুন, ২০১৭ রাত ১০:৪১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, বেশ ভালো লাগলো ++×

২২ শে জুন, ২০১৭ রাত ১০:৪৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন ভাইজান। অগ্রিম ইদুল ফিতরের শুভেচ্ছা রইলো.......ঈদ মোবারক।

১২| ২২ শে জুন, ২০১৭ রাত ১১:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতা।

২২ শে জুন, ২০১৭ রাত ১১:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন:   প্রিয় কবি, আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে দারুন অনুপ্রাণিত হলাম। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা থাকলো।

১৩| ২৩ শে জুন, ২০১৭ সকাল ৭:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া। আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।

২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন ভাইজান। আপনাকেও অগ্রিম ইদুল ফিতরের শুভেচ্ছা রইলো.......ঈদ মোবারক।

১৪| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
আজকে সারা ভুবনময়।
পারস্পরিক বিরোধ ভুলে
করবো বিশ্বজগত জয়।

সুললিত ছন্দভরা কবিতা পাঠে মুগ্ধ কবিবর।
প্রীতি ও শুভেচ্ছা জানাই। পবিত্রতম ঈদের
অগ্রিম শুভেচ্ছা আর অভিনন্দন।

২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মমন্তব্য আমাকে দারুণভাবে উৎসাহিত করেছে। হুম, তাই যেন হয়। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন ভাইজান। আপনাকেও জানাই অগ্রিম ইদুল ফিতরের শুভেচ্ছা রইলো.......ঈদ মোবারক!

১৫| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৪ শে জুন, ২০১৭ রাত ১০:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি ভাইয়া।

১৬| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:০১

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ ।
ঈদ হোক আনন্দময়

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর ঈদ মোবারক ভাইয়া....!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.