![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
পরিবার
হাফেজ আহমেদ
মরুর প্রান্তরে খাঁড়া এক বট বৃক্ষ
ডাল পাতা বট মূল খুব তাজা তার
একে একে তার নিচে এক পরিবার
চারিদিকে এক পথ নেই বাকি অক্ষ।
এই পথে ছুটে চলা সকলের লক্ষ্য
এই পথে মান আছে আছে অধিকার
সাথী হয়ে বেঁচে থাকা সুখ বেদনার
অভিমানী এই পথ মমতার বক্ষ।
পথের প্রান্তে ধাঁ করে আসে কত পথ
নব শাখা প্রশাখা যে প্রকৃতির দান
কে জানে যে সরু পথে ভেঙ্গে যাবে নথ?
পরিশেষে গায় সবে নিজ নিজ গান।
লেনাদেনা অধিকার শেষ হয়ে যায়
দীর্ঘশ্বাস বেঁচে রয় স্মৃতির পাতায়।
অক্ষরবৃত্ত( ৮+৬)
(কখখক : কখখক :: গঘগঘ : ঙঙ)
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫১
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। ঠিক বলেছেন ভাইয়া। সনেটের কলরবে সমৃদ্ধ হোক প্রিয় মাতৃভাষা। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন ভাইয়্যু।
২| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গঘঘগ এটাতো দেখছি গঘগঘ। তবে সনেট ভাল লেগেছে।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন দিয়ে পড়েছেন নিশ্চয় ! এটি দ্রুত টাইপিং এর দূর্ঘটনা ছিলো। ঠিক করে নিয়েছি কবি।
মন্তব্যে দারুনভাবে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ প্রিয় ভাইয়া। ভালো থাকবেন, শুভকামনা রইলো।
৩| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:০২
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে প্রশংসা পেয়ে খুবই ভালো লাগলো। আপনাদের অনুপ্রেরণা কলমে শক্তি যোগায়। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি। শুভকামনা আর ভালোবাসা রইলো।
৪| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: সনেট পড়ে ভালো লাগলো +
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫১
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা জানতে পেরে দারুনভাবে অনুপ্রাণিত হলাম। অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন প্রিয় কবি ভাইয়্যা।
৫| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৯
সুমন কর বলেছেন: সফল হয়েছেন। +।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: সফল হওয়ার লক্ষ্যটি অনেক দিনের স্বপ্ন আর তাই এমন মন্তব্যে জলে ছলছল করে আঁখি। কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য সীমাহীন ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন ভাইয়া। শুভকামনা থাকলো।
৬| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৬
নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪০
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা-ই আমার প্রেরণা। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানবেন প্রিয়।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগে সনেটের কলরব বৃদ্ধি পাচ্ছে।