নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সনেট কবিতা।

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৫


অক্ষরবৃত্ত ৮+৬=১৪
(কখখক কখখক গঘঘগ ঙঙ)

অন্নের সন্ধানী
হাফেজ আহমেদ

শীতের কুয়াশাবৃত ঘর্মাক্ত কৃষাণী
গ্রীষ্মের বিশুষ্ক তাপে নিষিক্ত লহরী
বর্ষাতে নেই বিরাম কর্মতে ডুবুরী
নানারূপে যুদ্ধে ওরা অন্নের সন্ধানী।
নর্দমায় মুক্তা ক্ষয়ে প্রফুল্ল খান্দানি
বারোমাস যুদ্ধে কেউ তবু অনাহারী
বস্ত্র বুনে শীতে কাঁপে অম্বর প্রহরী
শ্রমের কল্যাণে তৃপ্ত শোভন ফাল্গুনী।

ভোজ্য নাশে নাশকতা হয় যদি ফুর্তি
অন্নমাতা কান্দে যদি নিরন্নে নিরাশী
বিদেশে বিরাজ্যে কেন রোদনে প্রবাসী?
প্রতিটি আহার্য যেন কৃষাণির মূর্তি।
যে ফুলের গন্ধে লোকে অনন্ত ব্যাকুল
কৃষকের কষ্ট হয় রচিতে সে ফুল।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪০

মোহাম্মদ বাসার বলেছেন: বৈদিক যুগের কাব্যের কথা মনে পড়ছে।

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: তাই? ধন্যবাদ ভাইয়া। সনেটের কলরবে সমৃদ্ধ হোক প্রিয় মাতৃভাষা। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন ভাইয়া।

২| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪০

প্রতিভাবান অলস বলেছেন: দারুন

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে প্রশংসা পেয়ে খুবই ভালো লাগলো। আপনাদের অনুপ্রেরণা কলমে শক্তি যোগায়। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি। শুভকামনা আর ভালোবাসা রইলো।

৩| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সনেট হয়েছে তবে বক্তব্য আরো স্পষ্ট হওয়া দরকার।

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: আশা করি আপনার মূল্যবান মন্তব্য নিশ্চয় আমাকে পরিপূর্ণতা এনে দিতে সক্ষম হবে। আর তাই কবিতাটিতে আরও কাজ করবো আর সেই সুবাদে বক্তব্য আরো স্পষ্ট হবে ইনশাল্লাহ। উপকারী মন্তব্যে দারুনভাবে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ প্রিয় ভাইয়া। ভালো থাকবেন, শুভকামনা ও কৃতজ্ঞতা জানবেন।

৪| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:১১

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: আশা করি আপনার মূল্যবান মন্তব্য নিশ্চয় আমাকে পরিপূর্ণতা এনে দিতে সক্ষম হবে। আর তাই কবিতাটিতে আরও কাজ করবো আর সেই সুবাদে আরো বেশি বেশি ভালো লাগবে বলে আমার বিশ্বাস, ইনশাল্লাহ। উপকারী মন্তব্যে দারুনভাবে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ প্রিয় কবি ভাই। ভালো থাকবেন, শুভকামনা ও কৃতজ্ঞতা সতত।

৫| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে প্রশংসা পেয়ে খুবই ভালো লাগলো। আপনাদের অনুপ্রেরণা কলমে শক্তি যোগায়। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি। শুভকামনা আর ভালোবাসা রইলো।

৬| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: প্রতিটি আহার্য যেন কৃষাণির মূর্তি - বাহ, বেশ বলেছেন!
যে ফুলের গন্ধে লোকে অনন্ত ব্যাকুল
কৃষকের কষ্ট হয় রচিতে সে ফুল
- চমৎকার!

২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে প্রশংসা পেয়ে খুবই অনুপ্রাণিত হলাম প্রিয় কবি ভাই। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি। শুভকামনা আর ভালোবাসা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.