![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
অস্পষ্ট চলাচল
হাফেজ আহমেদ
ঐ দুর্লভ শোভা দেখে আত্মার নয়নে
পথিক হৃদয় ফাঁসে মমতার জালে
ছুঁয়েছে রবির দ্যুতি রুধির এ পালে
দুর্বার অতীত সে যে অসাড় শয়নে।
দু"চোখে আলোর চাপ চুনূরি চয়নে
দ্বিধাহীন হেটে চলা প্রতিটি সকালে
সিঁধুরে হৃদয় তুলি বধুঁর কপালে
আহ্লাদে আপ্লুত হাসি সুরেলা বয়নে।
গতিহীন সমুদ্বয় ভবের আবেগ
হাসির উপরে তবু আঁধারের ছায়া
সিঁধুরে জমেছে কেন ঘন কালো মেঘ?
শীতল কায়ার মাঝে উদাসীন মায়া।
ভাবনার পরিনতি এ কি দেখি হায় !
পারাবার বয়ে চলে চোখের পাতায়।
অক্ষরবৃত্ত ৮+৬=১৪(কখখক কখখক গঘগঘ ঙঙ)
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগা আমার প্রেরণা। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ভাই।
২| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৫
এখওয়ানআখী বলেছেন: ভাবের গভীরতা যথেষ্ট সুন্দর। শুভ কামনা কবিকে
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলুম। অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন প্রিয়।
৩| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সনেট ভালো হয়েছে ভাই এবারো। ভালো লাগলো প্রিয় কবি।
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫০
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইটি। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা থাকলো।
৪| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
সুগভীর সনেট। ঢুবি ঢুবি ভাবের দরিয়ায়!
৫| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
সুগভীর সনেট। ঢুবি ঢুবি ভাবের দরিয়ায়!
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫২
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার এই মন্তব্যের প্রেরণা আমাকে আগামীরর উৎসাহ যুগিয়েছে। কৃতজ্ঞতা ও সীমাহীন ভালোবাসা জানবেন কবি।
৬| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৭
সনেট কবি বলেছেন: ভাল হয়েছে। জোয়ারে ঢেউ নেই।
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। শান্ত সমুদ্র।
মন্তব্যে কলমে শক্তি পেলুম। কৃতজ্ঞতা ও অকৃত্রিম ভালোবাসা জানবেন কবি।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১০
শাহরিয়ার কবীর বলেছেন: সিঁধুরে হৃদয় তুলি বধুঁর কপালে
আহ্লাদে আপ্লুত হাসি সুরেলা বয়নে
এ লাইন দুটি একটু বেশি ভালো লাগলো +++
শুভ কামনা রইলো ভাই ।