![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
আলোর খোঁজে
হাফেজ আহমেদ
উন্মাদের হাক শুনি অনন্ত অসিত
উদ্ভাস ধরণী খুঁজি অশুদ্ধ নিশ্বাসে
দেখিনা শুদ্ধ আদম বিধান কষিতে
মিশ্রিত মারুতে শুধু জুজুবুড়ি হাসে।
গ্যাসে গ্যাসে ন্যাস নিয়ে লাথ পরিশেষে
সিদ্ধি নাশে ঋদ্ধি ফাঁসে গভীর নিশিতে
নেচে গেয়ে চলে তরী আঁখিজলে ভেসে
আলো নেই ভালো নেই জল নেই স্রোতে।
লোভীমন অগনন রীতিনীতি লুটে
খুনে ঘুমে ডুবে মেকি কাঁদেনা যে লাজে
কার জলে কার তরী কৃত কার কাজে?
গরিবি উদরে তাই প্রবঁচনা জুটে।
আর কত অবিরত আঁধারের গ্লানি!
আলো আলো বলে কাঁদে বিদায়ী রুহানি।
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনুপ্রাণিত হলাম ভাইয়া। কৃতজ্ঞতা আর সীমাহীন ভালোবাসা জানবেন।
২| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৩
নীলপরি বলেছেন: আর কত অবিরত আঁধারের গ্লানি!
আলো আলো বলে কাঁদে বিদায়ী রুহানি। --
বাহ , খুব ভালো । ++++
২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর শুভকামনা আপনার জন্য।
৩| ২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২২
শূন্য-০ বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলঁ
২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনুপ্রাণিত হলাম প্রিয়। ধন্যবাদ, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন।
৪| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০
সনেট কবি বলেছেন:
কবি হাফেজ আহমেদ
উম্মাদের হাঁক শুনে আলোর সন্ধানে
নাহি থেমে অবিরত চলুন সর্বদা
হে হাফেজ আহমেদ হে কবি হে প্রিয়
এক দিন মিটবেই কাঙ্খিত প্রত্যাশা।
চলাচলে অস্পষ্টতা কি করা তাহলে?
থামলে কি লাভ হবে? তারচে চলুন
কষ্টকর ভ্রমনের যাত্রায় নিরন্ত
সাফল্যের লক্ষ্য পানে নির্ভার মনেতে।
পরিবার কারাগার আবদ্ধ দেয়াল
কাজে কাজে কত কাজ সমুক্ষে প্রত্যহ
বেহিসাবে এসে যায় অনেক হিসাব;
সব বাধা পায়ে দলে প্রত্যয় প্রদীপ
হতাশার আঁধারেতে জ্বালিয়ে চলুন
কামনার কক্ষপথে, সাফল্য সম্মুখে।
০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাইজান, আপনার প্রতিভা এবং ভালোবাসার বহিঃ প্রকাশ দেখে আমি মুগ্ধ। সীমাহীন কৃতজ্ঞতা, ভালোবাসা আর শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১০
শাহরিয়ার কবীর বলেছেন: সনেট ভালো লাগলো +