![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
সূর্যের বেগুনি রশ্মির অবিরাম চাপ
বৃষ্টির ফোঁটায় বেড়েছে ঘনত্ব,
টক্সিনের ভাঁজে খুঁজি অমৃত সুখ
নির্মলে হেমলকের নীলাভ ছন্দ।
চাকার চালক চাচা চরমের চরমে
বাঁচতে শেখে তবু আশার তাগিদে
টায়ারের মাঝে আজ নেই কারুকাজ,
পথের মাঝেই খুঁজে খাঁচকাটা খাঁচ,
ফুটা টিউবের গর্ভে অন্নের মর্ম।
অতঃপর বেঁচে থাকা,তারপর কবিতা
পরিশেষে কলমের কান্নায়
নিষ্প্রাণ কাগজের বুকে কেঁদে উঠে স্বপ্নের প্রাণ,
পোড়া রোদের গন্ধে শুঁকে সপ্ত ঋষির সন্ধান,
চরম প্রতিক্ষার এক নরম সন্তান।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনি পড়ে যদি বুঝে থাকেন, তা'হলেও চলবে।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫২
খায়রুল আহসান বলেছেন: কবিতা আরেকটু সহজবোধ্য হলে ভাল হয়।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১২
শায়মা বলেছেন:
এই কবিতাটা কি ঢাকার চাকা একজন গাড়ি চালক কবি ভাইকে নিয়ে লেখা?
আমার তো তাই মনে হলো!
ভালোই হয়েছে তবে অন্তর্নিহিত অর্থ একটু খোলাসা করো ভাইয়া!
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৩
মিথী_মারজান বলেছেন: কলমের কান্না, হৃদয়ের হাহাকার আর বেঁচে থাকার সংগ্রাম সব মিলিয়ে চমৎকার এক জীবন দর্শন।
সুন্দর কবিতা।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
ধ্রুবক আলো বলেছেন: বেশ কঠিন, তবে খুব ভালো লাগলো কবিতা
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
জেন রসি বলেছেন: অক্সিজেন যখন হেমলক তখন বেঁচে থাকাটাও এক অবিরাম যুদ্ধ বটে।
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
সুমন কর বলেছেন: অন্তর্নিহিত অর্থ একটু কঠিনই মনে হলো !! তবে, ভালো লিখেছেন।
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১০
উম্মে সায়মা বলেছেন: আমার কাছেও একটু কঠিন লেগেছে। তবে পড়তে ভালো লেগেছে।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার প্রতিটি কবিতার গভীরতা অনেক খানি থাকে।
ভালো লিখেছেন++++
শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:০৩
ডঃ এম এ আলী বলেছেন: ভাবগাম্ভির্যময় কবিতা পাঠে মুগ্ধ ।
শুভেচ্ছা রইল ।