নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আপসোস

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২১

যেখানে বাক স্বাধীনতা নেই
সেখানে কোনো স্বাধীনতা নেই।
যেখানে অন্যায়ের প্রতিবাদ নেই
সেখানে জীবন্ত কোন চোখ নেই।
যেখানে শ্লীলতাহানির উল্লাস
সেখানে কোন মানুষ নেই।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭

বারিধারা ২ বলেছেন: বেশ মজার ছবি তো! মহিলাদের কলার নেই, তাই পুলিশ একটু মজা নিচ্ছে আর কি! অদিতি তো ফেসবুকে পোস্ট দিয়ে বিপদে পড়েছে আর এই মহিলা কিছু না করেই...........

২| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হে কবি? ক্ষুদ্ধ কেন??
শান্তি একদিন আসবে ধরায়।।

৩| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: মানলাম ছবির ঐ মহিলা অপরাধী কিন্ত দেশে কী মহিলা পুলিশেরা ডিউটি বাদ দিয়ে বসে বসে আঙ্গুল চুষে!!! #:-S

৪| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১০

ব্লগ সার্চম্যান বলেছেন: :| নারী হল মায়ের জাত । আর সে মাকে আমরা কি ভাবে সন্মান করছি।

৫| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৪

কামরুননাহার কলি বলেছেন: বারিধারা-২ আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি কিন্তু নারীদের এই সব পোস্টটে অরুচি কমেন্টস করে যাচ্ছেন। তাই আপনাকে আমি সাবধান করছি ভালো হয়ে যান। আপনি তো ব্লগে মাত্র তিন সপ্তাহ ধরে আসছেন। এর পর যদি আমি আপনাকে এই রকম কোন কমেন্ট করতে দেখি তাহলে কিন্তু ব্লগ কতৃপক্ষের কাছে কম্পিলিন করবো। তাই সাবধান করে দিলাম এটাই শেষ। ৩য় বার আমি মানবো না।

৬| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: ছবিটা দেখে খারাপ লাগলো।

৭| ১২ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

বারিধারা ২ বলেছেন: @ কলি, আপনার কম্পিলিন করার কোন দরকার নেই। ব্লগ কর্তৃপক্ষ এমনিতেই আমাকে ওয়াচে রেখেছে কিছু না করাতেই। তাই আমি আর পরোয়া করিনা - যা খুশি তাই বলি। আপনি যদি আমাকে নিয়মিত অনুসরণ করেন, তাহলে বুঝবেন মায়ের জাতির প্রতি আমার সম্মানবোধ কি রকম। আপনিও নতুন তো, তাই আমাকে চিনতে ভুল করেছেন।

আমার মন্তব্যের অন্য পিঠ দেখুন। সোনার ছেলে বা ঠোলা বাহিনী - এরা কেউ মায়ের জাতির সম্মান দিতে জানেনা। যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে এদের বেড়ে ওঠা - সেখানে নারীর সম্মানের কোন মূল্যই নেই। আমার মন্তব্য গুলো বাকা বাকা হলেও বুদ্ধিমান পাঠকেরা কিন্তু তার মর্মার্থ বুঝতে ভুল করেনা।

আপনি আপার মন্তব্যে অপমান দেখলেন - আর ঐ পুলিশ বা সোনার ছেলেদের আচরণে কোন প্রতিক্রিয়া দেখালেন না। এতে আপনার ব্যাকগ্রাউন্ডও অনেকটা এক্সপোজ হয়।

৮| ১২ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

চুলবুল পান্ডে বলেছেন: তারা জানে তাদের কিছুই হবে না। তারা নিজের মাবোনকেও ছাড়ে না।
সুযোগ পেলে প্রভুকেও ছোবল দেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.