![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
একাত্তরের যুদ্ধে যারা
শহীদ কিংবা গাজী,
দেশের তরে জীবন তারা
রাখেন সেদিন বাজি।
মান বাঁচাতে প্রাণ খাঁচাতে
আগুন দিলো জ্বেলে,
সেই আগুনে দূর গগনে
কৃষ্ণচূড়ার ছেলে।
অস্ত্র হাতে সেদিন যারা
বেছে নিলেন যুদ্ধ,
শহীদ গাজী সবাই তারা
শুদ্ধালয়ের শুদ্ধ।
২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫২
কবি হাফেজ আহমেদ বলেছেন: গোধূলীর আকাশের রক্তিম চেহারাকে বোঝানো হয়েছে।
পাঠ ও মন্তব্যে আনন্দিত হলাম। ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো।
২| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। সহজ ভাষায় হৃদয়ের গভীরের একটি কথা তুলে ধরার চেষ্টা করেছি। ভালো থাকুন সর্বদা। শুভকামনা থাকলো।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !!
২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইয়া। পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন। শুভকামনা নিরন্তর
৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন, ভালো লাগলো
২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম মুক্তিযোদ্ধাদের অবদান আমারদের রক্তের প্রতিটি ফোটায় ফোটায় বিরাজমান। আপনার ভালো লাগায় আমি আনন্দিত হয়েছি। ভালো থাকুন সবসময়, নিরন্তর শুভকামনা রইলো।
৫| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনে যা আসে কবিরা তাই নিয়ে কবিতা লিখে।
২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১২
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। তবে, নামের পূর্বে কবি' থাকলেই কবি হওয়া যায়না। এটি একান্ত'ই সাধনার বিষয়। তাই চেষ্টা করছি। আমার নামের পূর্বে কবি শব্দটি রয়েছে। আশা করি সামু কর্তৃপক্ষের সহযোগীতায় তা সংশোধন করে নেব। পাঠ ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন সবসময়। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভালই!!
"কৃষ্ণচূড়ার ছেলে।"
-- বলতে কি বুঝিয়েছেন???