নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

একজন শহীদের কান্না

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

একদিন এই ভূখণ্ড ছিলো অন্ধকারে
পরাধীনতার আকাশে ছিলো স্বাধীনতার হাহাকার।
সেদিন আমি যুদ্ধ করেছি,
আমি যুদ্ধ করেছি
দু'ফোঁটা জলের স্পর্শে মৃত প্রায় জীবনের মুখে হাসি ফোটাতে,
যুদ্ধ করেছি একটি ঝরা বকুলের কান্না থামাতে।
পতাকা হাতে হয়তো ফিরতে পারিনি সেদিন
কিন্তু পতাকা এসেছে
ফুলেরা হেসেছে।
আমার রক্ত তোমাদের বাগিচায় ফুল হয়ে ফুটেছে
উনিশ শতক পেরিয়ে গেছে সেই কবে !
অথচ তোমরাই আজ জলজ্যন্ত ফুলের হত্যাকারী
খুন করে গোলাপের রক্তে ভিজিয়ে দাও আমার সমাধি।
তারপর ডাষ্টবিনের নর্দমায় অর্ধগলিত ফুলের কান্নায়
আমার আত্মা আর এ মাটির সমাধিতে থাকে না,
আমি কাঁপতে কাঁপতে উড়ে যাই ঐ অজ্ঞাতনামা ঠিকানায়,
যেখানে এখনও কাঁদছে
রিশা ফুল, তনু ফুল আর নূসরাত কলিকারা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: শুভেচ্ছাসহ ভালোবাসা জানবেন ভাইয়া। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকানা সতত !

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্বাধীনতা পেলাম, কিন্তু তার সুফলটা প্রতি ঘরে পৌছানো গেল না???:(

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম, ৪৭ বছর পেরিয়ে। অথচ, এখনও স্বাধীনতার সুফল অন্ধকারে। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। শুভকামনা রইলো।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: শিরোনামটা বদলে দিন।
সব শহীদের কান্না।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: একজন শহীদকে দিয়ে সকল শহীদদেরকে বুঝাতে চেষ্টা করেছি। শিরোনাম বদলাতে হলে কবিতারও কিছু অংশ বদলাতে হবে। কারণ, নামের সাথে কবিতার কথাগুলোর গভীর সম্পর্ক রয়েছে। বিষয়টি আমি ভেবে দেখবো ভাইয়া। মন্তব্যের মাধ্যমে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন। ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫

সুমন কর বলেছেন: ইদানিং দেশ নিয়ে লিখছেন.....ভালো হয়েছে।
+।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:০১

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। প্রবাসের বুকে পা রাখলে বুঝা যায়। মাতৃভূমি এবং পরবাসের তফাৎ। তাই স্বদেশের কান্নায় চোখ জল এসে যায়। ভালো থাকবেন ভাইয়া। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.