![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
মানুষের নিঃশ্বাসে নিঃশ্বাসে বৃক্ষের আশীর্বাদ
বৃক্ষ বেঁচে আছে বলেইতো বেঁচে আছি আমরা।
কালের পর কাল, অনন্তকাল !
আধুনিক পৃথিবীর বুকে
এখনো অত্যাধুনিক
মানুষ ও গাছের এই সনাতন সম্পর্ক।
তাই, ডালপাতাহীন বিবর্ণ বৃক্ষাত্মীয়ের কান্নায়
আমার খুব কষ্ট হয়।
একেকটি মৃত বৃক্ষকে
আমার কাছে একেকটি লাশ মনে হয়,
আবার কখনো কখনো একজন আমার চেয়ে
একটি সাধারণ বৃক্ষকে আমার কাছে ব্ড় মনে হয়।
কারণ, আমাদের মৃত্যুর ঠিক পূর্বেই
হয়তো মৃত্যু হবে ওদের।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:০৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: ছোট বেলায় গাছের কোন অংশে ক্ষত দেখলে মায়ের বিছানা হতে মলম নিয়ে গাছের ক্ষতস্থানে লাগিয়ে দিতাম। এ জন্য আমার শরীরে কত যে বেত্রাঘাত রয়েছে তার আর সংখ্যা নেই। আমি স্কুলে যাওয়ার সময় একেকদিন রাস্তার একেক পাশে হেটে যেতাম। বীজ হতে সবে মাত্র বের হওয়া যে কোন অবহেলিত গাছ আমি যত্ন করে নিয়ে এসে লাগাতাম। অথচ, এসব ছিলো মেঠোপথ। প্রতিবছর বর্ষা এলে পানিতে ডুবে যেত রাস্তাঘাট। যদি আমি খোঁজ করে গাছগুলো না নিয়ে আসতাম তবে পানিতে ডুবে ওরা সবাই মারা যেত। সবাই বলতো আমি নাকি নাকি নার্চারী করি। কিন্তু নার্চারি শব্দটি তখন আমি বুঝতামনা। বাবা মা বা যে কেউ কোন সেলামি দিলে শখের গাছ কিনে আনতাম। আজ আমাদের বাড়িতে অনেক রকম ফলগাছ আর কাঠগাছ রয়েছে। গাছ লাগানোর মত আর খালি যায়গা নেই। তবুও প্রাবাস থেকে বাড়ি গেলে নার্চারিতে নতুন গাছ খুঁজে বেড়াই। প্রতিউত্তর লিখতে গিয়ে অনেক কথা লিখে ফেলেছি। ভালো থাকবেন। শুভকামনা।
২| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৪
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:০৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
৩| ০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: এইতো আমাদের জীবন প্রবাহ।
কবিতা ভালো লিখেছেন।।
শুভ কামনা রইলো ভাই ।।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:০৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। মন্তব্যের জন্য ভালোবাসা ও শুভকামনা রইলো।
৪| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:২২
মনিরা সুলতানা বলেছেন: আপনার বৃক্ষ ভাবনা ভালো লাগলো !!
কবিতায় এক্মতাতা ।
০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা জানতে পেরে আমারও ভালো লাগলো। সহমত পোষন করার জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন। শুভকামনা সতত!
৫| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:৩১
শামচুল হক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ
০৮ ই মে, ২০১৮ রাত ৮:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগা জানতে পেরে আনন্দিত হলাম। ভালোবাসা ও শুভকামনা সতত !
৬| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:৪৫
সুমন কর বলেছেন: অর্থবহ এবং ভালো লাগল।
০৮ ই মে, ২০১৮ রাত ৮:২৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগা জানতে পেরে আমারও খুব ভালো লাগলো ভাইয়া। আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৮ সকাল ১১:০২
রাজীব নুর বলেছেন: আপনি কি বৃক্ষ ভালোবাসেন? কখনও গাছ লাগিয়েছেন?