নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আত্ম প্রশ্ন

১২ ই মে, ২০১৮ বিকাল ৪:২৩

নির্লিপ্ত ভাবনায় নিমগ্ন সন্ন্যাসী
ভাবনার নীলাম্বরে ভাসিয়ে দেয়
স্বপ্নের নীল নীল টুকরো।

অথচ ওরা আকাশে ভাসে না
বাতাসে উড়ে না
শুধু ফিরে ফিরে এসে দলবেঁধে ঝরেপড়ে চোখের পাতায়।

ফোঁটা ফোঁটা স্বপ্নজলে নিভে যায় স্বপ্নদ্বীপ
মেকী হয়ে যায় অমরত্বের ঐতিহ্য।

আত্ম প্রশ্নের সম্মুখীন সন্ন্যাসীর মনে প্রশ্ন জাগে
কে তুমি ওগো?
কোথা হতে এলে? গন্তব্য কোথায়?

তারপর প্রতীক্ষায় কেটে যায় অনন্তকাল!
আসেনা জবাবের মাহেন্দ্রক্ষণ
অস্তিত্বহীন হয়ে পড়ি আমি
থেমে যায় আমার কলম ও কালি।

পৃথিবীর শরীরে শুরু হয় ভয়ানক কম্পন
সূর্যের মনে জাগে অস্তিত্বের সংশয়
আলোর অভাবে নিভে যায় চাঁদ
হেসে উঠে অন্ধকার!
ঘুটঘুটে অন্ধকার।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৮ বিকাল ৪:৪১

রিএ্যাক্ট বিডি বলেছেন: Tawhid Afridi তুই আসলেই একটা আবাল || Ganjam 420
https://www.youtube.com/watch?v=foMQcqSTKFk&feature=youtu.be

২| ১২ ই মে, ২০১৮ বিকাল ৫:০১

মুরাদ পাভেল বলেছেন: পোষ্টটি ভাল লাগল। আশা করি আমার প্রোফাইলে ঘুরে আমার পোষ্টগুলোও পড়বেন এবং মন্তব্য করে আমাকে সেফ হতে সাহায্য করবেন।

৩| ১২ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৮

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কবিতা।

৪| ১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

অর্ক বলেছেন: বেশ লিখেছেন কবিবর। একরাশ শুভেচ্ছা। কিন্তু ভাবনার নির্লিপ্ততা কেমন যেন লাগলো! যাই হোক আপনি লিখেছেন আমি পড়ে উপভোগ করেছি। আরও লিখুন, এগিয়ে যান লক্ষ্য পূরণে।

আবারও শুভেচ্ছা...

৫| ১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো কবিতাটি।

৬| ১২ ই মে, ২০১৮ রাত ১১:৪৩

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগলো যদিও অর্থ ঠিক বুঝতে পারিনি...
সময় থাকলে আমার ব্লগ থেকে ঘুরে আসবেন প্রিয়...

লিংক: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.