![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
তোমার হাতের একটি মালা
সাদা জীবন রাঙিয়ে দিলো
জানিনা সেই মালাতে কি ছিলো?
ফুল ছিলো 'কি' ভুল ছিলো!
নাকি সবই আমার আবেগ ছিলো?
শুধু জানি
মিষ্টি কিছু জাদু ছিলো
জ্ঞানের বড়ই অভাব ছিলো
বাকিটুকু আঁধার ছিলো।
এই আঁধারে কত কী হলো
জড় হলো তুফান হলো
চোখের জ্বলে নদী হলো
একূল ওকূল বিলীন হলো
দালান বাড়ি খালি হলো
আগুন ছাড়া জ্বালা হলো
ফুল শুকিয়ে মালা হলো
জানিনা সেই মালাতে কী ছিলো
ফুল ছিলো কী ভুল ছিলো।
গলার মাঝে সোনার হারে
কে বলেছে সোনা ছিলো?
মাথার উপর ফ্যানের হাওয়ায়
কে বলেছে বাতাস ছিলো?
আমার লেখা পত্রখানায়
বুকের তাজা রক্ত ছিলো
হৃদয় পোড়া গন্ধ ছিলো
বন্ধ শ্বাসের ছন্দ ছিলো
সবই আমার প্রেম ছিলো
সাদা মনের প্রেম ছিলো।
রাতের বুকেই সন্ধ্যা হলো
ভোর না হয়েই রাত হলো
চোখের আলো কেড়ে নিলো
রক্তে কাফন ভিজিয়ে দিলো
সাদা জীবন রাঙিয়ে দিলো
জানিনা সেই মালাতে কি ছিলো!
ফুল ছিলো 'না' ভুল ছিলো?
০১ লা জুন, ২০১৮ সকাল ১০:০৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন ভাইয়া। শুভকামনা সবসময়।
২| ০১ লা জুন, ২০১৮ সকাল ১০:১৯
সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে।
০১ লা জুন, ২০১৮ সকাল ১১:১১
কবি হাফেজ আহমেদ বলেছেন: শুভেচ্ছাসহ ভালোবাসা জানবেন ভাইয়া। শুভকামনা সতত!
৩| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:২৭
শায়মা বলেছেন: জীবনের সব ভুল ফুল হয়ে যাক .........
০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৩৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: তাই যেন হয় আপুমণি। শুভেচ্ছাসহ ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা রইলো।
৪| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: কঠিন প্রশ্ন ? ফুল না ভুল ? মালাটায় ফুল ছিল তবে মালা দেওয়া নেওয়া তে হয়তো ভুল ছিল কবিতা ভালো লেগেছে ভাইয়া
০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৩৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। একদম!
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভালোবাসা ও শুভকামনা রইলো।
৫| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: বাহ খুব সুন্দর মিলিয়ে মিলিয়ে লিখেছেন।
০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৪১
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় ভাইয়া, পাঠ ও সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন। শুভকামান সতত!
৬| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভলো লিখেছেন।।
০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৪৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেকদিন পর ভাইকে দেখলাম। প্রিয় গানের একটি চরণ মমে পড়ে গেল "এতদিন কোথায় ছিলে?" ভাইকে মিসকরি। আপনার প্রেম ও বিরহের কবিতাগুলো পড়া হয় নিয়মিত। ভালো লাগে, আবার কষ্টও লাগে। ভালোবাসা ও শুভকামানা রইলো।
৭| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২
অলিভিয়া আভা বলেছেন: অবশেষে রাত পোহালো
আঁধার আমায় আলো দিলো
সবটুকু সুখ ফিরিয়ে দিলো
সে পথ কঠিন কঠিন ছিলো। কঠিন হলেও সবটুকু যে ফিরিয়ে দিয়েছে এতেই ভালোলাগা।
০৮ ই জুন, ২০১৮ রাত ১১:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: একদম ঠিক বলেছেন। আমার ভালো লাগায় আপনারও ভালোলাগা দেখে অভিভূত হলাম। ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয়।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৮ সকাল ৯:৪৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ