নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কারণ সে ক্ষুধার্ত

০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৩

মাঝে মাঝে কিছু ক্ষুধার্ত মানুষ দেখে
মনে পড়ে যায় দু'হাজার এগারো'র কথা
মনে পড়ে শহরের একটি বাড়ী ও মায়ের কথা
হৃদয় তোরণদ্বারে উঁকি দেয় কিছু প্রিয় মুখ, প্রিয় সুখ।
কলিজার পরতে পরতে চিনচিন করে উঠে অতীত জ্বালা
যে জ্বালা সইতে পারেনা স্বয়ং ভূপৃষ্ঠের মৃত্তিকা
ক্ষুধার জ্বালায় জ্বলে পুড়ে দগ্ধ মৃত্তিকা বালি হয়ে উড়ে যায়
তারপর বাতাসের সংমিশ্রণে চলে ওদের আন্দোলন
মানুষের চোখে, মুখে, নিশ্বাসে করে আক্রমণ।

অথচ দু'ফোঁটা জলের তৃষ্ণায়
কতই'না শান্ত হয়ে যায় ওরা!

ক্ষুধার অভাবে কচি পাতা ঝরে পড়ে অকালে
নিষ্প্রাণ যন্ত্র থমকে দাঁড়ায় সকালে।
কালির ক্ষুধায় এ কলম থেমে যায়
আবার কখনো কখনো ক্ষুধার কাছে ধর্ম হেরে যায়।

যদি তুমি মানুষ হও
তবে শরীরের গোস্ত খাওয়া
ক্ষুধার্ত কুকুরকেও ক্ষমা করে দাও।

কারণ, সে ক্ষুধার্ত!

তার মুখে হাসি প্রত্যাশা যার
সে কি জানেনা!
জড় মুখে সে হাসি ফুটে না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:১৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি। শুভেচ্ছাসহ ভালোবাসা জানবেন। শুভকামনা রইলো।

২| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৯

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: কষ্টের খোঁজ কেউ নিতে চায় না !

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:১৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। একদম ঠিক বলেছেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবে ভাইয়্যু।

৩| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: 'পাগলরা' এখনো বাহ্যিকটা দেখেই বিচার করে। ভেতরটা দেখে না। বুঝে না। বুঝতেও চায় না।

০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:১৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। বুঝতে চাইলে তো এ সমাজে আর ক্ষুধার্ত মানুষ'ই থাকতো না। আমাদের অবশ্যই বুঝা উচিত।
ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.