![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
সুখের বন্যায় কচুরিপানার মতো ভেসেছি অনেক
দুখের সাগরে পাথরিয়ার ন্যায় ডুবেছি কতশত বার,
তবু আজও হতে পারিনি কারো
কেউ হতে পারেনি আমার।
আমি এখনো সুখের পেছনে
দুখের পদধ্বনি শুনতে পাই
এখনো দুখের পেছনে দেখি স্বর্গ সানাই।
ওরা সারি সারি দলবেঁধে আছে
দলবেঁধে পিপীলিকার মত
একে একে আসে আর যায়
কেউ বসে থাকেনা আজীবন।
তাই, হতে দেই যা হওয়ার
করতে দেই যা করার
জীবনকে চলতে দেই জীবনের মতন।
০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৫২
কবি হাফেজ আহমেদ বলেছেন: একদম!
ভালোবাসা ও শুভকামনা রইলো প্রিয় ভাইয়া।
২| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৪
লাবণ্য ২ বলেছেন: চমৎকার।
০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:০৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় লাবণ্য !
ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা সতত!
৩| ০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:০১
মাহামুদুল হাসান৯৯ বলেছেন: সুন্দর কবিতা
০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:০৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় মাহমুদুল হাসান ভাই।
ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা থাকলো।
৪| ০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:২৮
সুয়াইবা আহমেদ বলেছেন: কথা গুলো খুবই বাস্তবিক।
০৮ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় সুয়াইবা আহমেদ। শুভেচ্ছাসহ ভালোবাসা জানবেন। শুভকামনা সতত!
৫| ০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৩
সালমা নাসরিন৯৯ বলেছেন: সুন্দর কবিতা
১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার জন্য ভলোবাসা ও শুভকামনা রইলো।
৬| ০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একদম!
ভালোবাসা ও শুভকামনা রইলো প্রিয় ভাইয়া।
ভালো থাকুন।
১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনিও ভালো থাকবেন প্রিয় ভাইয়া।
৭| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১১
বিজন রয় বলেছেন: জীবন মানেই তো দৌড়। ঠিক পিপীলিকার মতো।
আর এখানে দুখ-সুখ থাকবেই।
কেমন অাছেন?
শুভকামনা রইল।
১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। একদম ঠিক বলেছেন প্রিয় কবিভাই। একবুক ভালোবাসা ও শুভকামনা রইলো।
আমি ভালো আছি। আপনি কেমন আছেন শ্রদ্ধেয়।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: এই পৃথিবীতে কোন মানুষ সুখী নয়। মানুষের অফুরন্ত চাহিদা।কিন্তু কোন বন্য প্রানীর মধ্যে এত চাহিদা নাই।