![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
সভ্যতার ছায়াপথে ক্ষত বিক্ষত
শুভ্র নীহারিকার সুখ,
তারকার শরীর ঢেকে আছে রক্ত চাদর
উল্কার ভাঁজে ভাঁজে খুনের গন্ধ
বিজলির উন্মাদনায় উলঙ্গ শহর।
নক্ষত্রের থালায় ভেসে উঠে
কংকালের প্রতিচ্ছবি
অথচ কুকুরের থালায় ভরপুর সভ্যতা!
অত্যাধুনিকতার জিভ বেয়ে আসে নগ্নতার স্রোত
স্রোতের ছন্দে ভেসে যায় সুমহান ঈশ্বর
তবুও সভ্যতার ধমনিতে আলো কেড়ে নেয়
অসভ্যের তন্দ্রাহীন ক্ষুধা।
অনেক খেয়েছে রক্ত সে
অনেক কেঁদেছে মানুষ এখানে
আজও সেই অসভ্য চাহিদার
রয়ে গেছে সভ্য সনদের হাহাকার!
২| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
কিছু কিছু জাতি সভ্যতার সাথে তাল মিলাতে পারছে না
৩| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতার জন্ম হয়।
৪| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন ভাই।
৫| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:২২
কথাকথিকেথিকথন বলেছেন:
সভ্যতা বাস করে হৃদয়ে। যা হয়তো অনেকে আয়ত্ব করতে পারে নি। তাই একে অপরকে খাচ্ছে। প্রাণীদের থেকেও পিছিয়ে পড়ছে!
কবিতা ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
অর্ক বলেছেন: বেশ লাগলো। খুব সময় নিয়ে, অনেক পরিশ্রমের ফসল সম্ভবত কবিতাটি?
শুভেচ্ছা অহর্নিশি হে বন্ধু।