নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

খুনের শহর

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৩

আকাশের গর্জনে কম্পিত সমুদ্র
জলধির উত্তাল উন্মাদনায় বীভৎস চিৎকার
আষাঢ়ের সন্ধ্যা পেরিয়ে এলো দ্বিপ্রহর রজনী
অথচ এখানেই থেমে গেছে নির্জন এ রাত।
আমি অন্ধকারে হেটে যাই দূর হতে দূর
কোথাও নেই কোনো আলোর মশাল
নেই এক চিমটে মৃদু আলোর গন্ধও।
হঠাৎ শরীরে ভার ভার অনুভূতি
পায়ের গোড়ালিতে এলোমেলো টান
আমি শিহরিত হই
লোমগুলো জেগে উঠে কাটার মত
পায়ের নিচে আর মাটি খুঁজে পাইনা
কারা যেন শুয়ে আছে লাশের মতন
ওদের ভেঁজা শরীর, মুখে কোন শব্দ নেই।
আমি আবারও বিচলিত হই
আপন শরীরে বেড়ে যায় কীটপতঙ্গের সবর আনাগোনা
রক্তচোষা কীটগুলো অন্ধকারে চোখে দেখে
ওরা শুধু অন্ধকার ভালোবাসে
অন্ধকারেই রয়েছে ওদের সর্বোচ্চ স্বাধীনতা ।
আর আমিতো বেঁচে আছি ডাল ভাত খেয়ে
আমার পায়ের কোনো শব্দ নেই
অন্ধকারে জীবন্ত চোখের কোনো দাম নেই।
তবে আমার সন্ন্যাসী পা
দুটি চোখ আর কন্ঠস্বর
এ কোন আধ্যাত্মিক শহরে আজ কারারুদ্ধ!
যেখানে চিরচেনা পথগুলো হয়ে যায় অজ্ঞাতনামা খুনের শহর
যে শহরে আমার মৃত্যু হয় প্রতিটি নিশ্বাসে
হাইড্রোজেনের সাথে চলে যায় প্রাণ
অক্সিজেনের সাথে ফিরে আসে।

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৫

স্রাঞ্জি সে বলেছেন:

শুভ সকাল ও প্রীশু। (প্রীতি ও শুভেচ্ছা) [/sb


এটাই তো বেঁচে থাকার সংগ্রাম।

কবিতায় +++

২| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: খুব রসকসহীণ।

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৪

বিজন রয় বলেছেন: আপনি!
কেমন আছেন?

অনেক দিন পর আপনার লেখা পড়লাম।

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো, দারুণ। কবিতায় মুগ্ধতা

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১০

ফেনা বলেছেন: অনেক সুন্দর চিত্রায়ন।
অনেক অনেক ভাল লাগা।

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭

রাকু হাসান বলেছেন: যে শহরে আমার মৃত্যু হয় প্রতি নিশ্বাসে । চমৎকার লিখেছেন ।

৭| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

খায়রুল আহসান বলেছেন: এইমাত্র ব্লগার সিগন্যাস এর লেখা একটা অতিপ্রাকৃত গল্প পড়ে এলাম। তার পরেই আপনার কবিতাটা পড়া শুরু করতেই মনে হচ্ছিল যেন এটাও কোন এক অতিপ্রাকৃত গল্পের পটভূমিতে লেখা এক কবিতা। যাহোক, কবিতা পড়া শেষ করে বুঝতে পারলাম, কী নিয়ে লিখেছেন।
"রক্তচোষা কীটগুলো অন্ধকার ভালবাসে
অন্ধকারেই রয়েছে ওদের সর্বোচ্চ স্বাধীনতা"
- পরিস্থিতির চমৎকার চিত্রায়ন করেছেন।
যে শহরে আমার মৃত্যু হয় প্রতিটি নিঃশ্বাসে - এটাও।
কবিতায় প্লাস + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.