| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি হাফেজ আহমেদ
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
সত্যরা সব গুমরে কাঁদে
মাথার উপর অন্ধকার
মিথ্যারা সব উল্লাসে আজ
বিবেকের যে বন্ধ দ্বার।
কাকগুলো সব ধবধবে আজ
বক গুলো সব কালো,
দিনের গায়ে অন্ধকার আর
রাতের গায়ে আলো।
নীরব কিছু প্রশ্ন জাগে
নীরব কিছু কথা
নিজের কাছে জবাব খুঁজে
পেলাম নীরবতা।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।