নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারণা

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১


হে তোমরা যারা দল্টা কলেজের ছাত্র-শিক্ষক,
মনে রেখো আমিও এই জননীর এক অধম সন্তান!
এই শ্রাবণের দিঘির মত একদিন আমিও ছিলাম টিনএজার
যার সচ্ছ জলে আমি পদ্ম দেখেছিলাম
আবার দেখেছিলাম চিংড়ি মাছের নাচন
সেদিন এখানে এতোগুলা অট্টালিকা ছিলোনা
ছিলোনা এতো আধুনিকায়ন
টিনের ছালার নিচে শিক্ষকের স্নেহের শাসনে আমাদের শ্রদ্ধা ছিলো,
বাঁশের বেড়ার মাঝে ছিলো ভরপুর শালীনতা
এভাবেই ছাত্র-শিক্ষকের ঘনিষ্ঠ বন্ধনে আমাদের বেড়ে উঠা।

এখানে কলাপাতার কচি রঙ দেখে আমি মুগ্ধ হয়েছিলাম কতশতবার
কিন্তু কখনো কলাবাদুড়ের মত পাকা ফলের গন্ধ শুোঁকার স্বাদ জাগেনি
তাই দিঘির পাড়ের স্মৃতিগুলো এখনো মিশে আছে উত্তর পাড়ের বাতাসে।
যে বাতাসের স্নিগ্ধতায় রয়েছে দিঘির জল আর দুর্বা ঘাসের টাটকা গন্ধ!
সেই পূবালী হাওয়ায় গোধূলির শেষ রঙে সন্ধ্যাকে রাঙিয়েছি বারবার!

সেদিন এক'শ টাকার অভাবে ফটোশপেই রয়ে গেল উত্তর পাড়ের ফটোফ্রেম।
আজ সেই ফটো ফ্রেমের অনেকেই বেঁচে নেই
অনেকের দেখা নেই একেবারে
অথচ ফটো ফ্রেমগুলো এখনো রবির মতো জীবিত
ওরা মরেও আলো ছড়ায় বাংলা স্যারের মতো
ওরা কথা বলে নিষ্পাপ কবিতায়
ওরা বেঁচে আছে বেঁচে রবে তোমারদের সফলতা ও শালীনতায়।

২৯-০১-২০১৯
হাফেজ আহমেদ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৬

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনবদ্য।।শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.