নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

দল্টা গ্রামের রূপ নিয়ে লেখা ছড়া ০১

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

দল্টা গাঁয়ের দুই সীমানায়
আঁকাবাঁকা খাল
দুই সীমানার সবুজ মাঠে
সোনার ফসল চাল।

দুইয়ে দুইয়ে চার সীমানায়
তিনটি জেলার বাস
স্কুল কলেজ মাদ্রাসাতে
হয় যে মেধার চাষ।

হিন্দু মুসলিম মিলেমিশে
চলছে মেধা বিকাশে
স্বদেশ প্রেমের সুনাম কভু
আর হবে না ফ্যাকাসে।

সাজার মত বাজার আছে
সাঁতার কাঁটার পুকুর
খেলার মাঠে মেলা বসে
নিত্য সকাল দুপুর।

ভরা দিঘির অথই জলে
কী অপরূপ মোহ!
পাখপাখালি বাগবাগিচার
দারুণ সমারোহ।

শাপলা শালুক পদ্ম গোলাপ
এই দেহাতে ফোটে
ছোটপুটি আজও দেখি
সাদা বকের ঠোঁটে।

ছোট গাঁয়ে বড় বড়
কতকিছুর আগমন
বড্ডে বলে দূর প্রবাসে
আর যাবে না সাদামন!

৩০-০১-২০১৯
হাফেজ আহমেদ



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা রইলো ভাই।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২২

শায়মা বলেছেন: খুব খুব সুন্দর গ্রাম....

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: উপলব্ধি করতে পারায় কৃতজ্ঞ থাকলাম। একবুক বিশুদ্ধ ভলোবাসা রইলো।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
+

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেকদিন পর ব্লগ বাড়ীতে দেখা পেলা। আনন্দিত হলাম প্রিয়। ভালোবাসা ও শুভকামনা রইলো।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৬

এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগায় আমি ধন্য হলাম। ভালোবাসা অবিরাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.