![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
আমার চোখে আলো ঢালে
তোমার চোখের আলোর চাপ
তোমার ঘামের গভীর ভাব
আমার মুখর অন্ন জোটায়
তোমার ত্যাগের আবির্ভাব।
ত্রিভুবনে তুমি আমার
আঁধার পথের রবি
আমার অসীম কবি
তুমি আমার জন্মদাতা
প্রাণের প্রিয় ছবি।
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:২৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: তাই যেন হয় দাদা।
কিন্তু আমার পিতা যে বেঁচে নেই!
গত বছরের এমন দিনেও বাবা জীবিত ছিলেন।
২| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩০
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালোবাসা রইলো।
৩| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১৬
ইসিয়াক বলেছেন: তুমি আমার জন্মদাতা
প্রাণের প্রিয় ছবি
চমৎকার কথার শৈলি ।
চমৎকার কথার বুনণ ।
শুভরাত্রি ।
১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম দাদা। অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো।
শুভ রাত্রি!
৪| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার পিতা জীবিত আছেন?
১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: বাবা বেঁচে নেই। গত এমন দিনেও বেঁচে ছিলেন।
বাবাকে জীবিত রেখে প্রবাসে এলাম। দেশে গিয়ে আর বাবাকে পাইনি। পেয়েছি একটি নতুন কবর।
এখন মাঝে মাঝে বাবার সাথে আমার স্বপ্নে কথা হয়।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: পরম করুণাময় আল্লাহপাক আপনার আব্বার বেহেস্ত নসীব দান করুন। জীবন থেমে থাকে না, এক সময় আমরাও চলে যাবো অজানা গন্তব্যের ঠিকানায়।
১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমিন।
বহুদিন হলো বাবা
হাফেজ আহমেদ
তুমিহীন কেটে যায়
বহুদিন বহুরাত বহুকাল বহু সকাল!
তোমায় খুঁজে খুঁজে সবকিছু খুঁজে পাই
হৃদয়ের উত্তর মেরুতে অষ্টপ্রহরের দিবস ও রজনী
স্মৃতির ফোটা জলে সাঁতার কাটা গল্পের স্মরণী
আকাশের চাঁদ জমিনের হাত
আমাজান বন সাগরের মন
সব কিছু খুঁজে পাই সবকিছু ফিরে পাই
শুধু তোমার দেখা নাই বাবা
সে যে কতকাল বহুকাল বহুদিন বহু সকাল!
আজ আমি হিমালয়ের বুকে বুক খুলে শীতলতা খুঁজি
আগুনের বুকে খুঁজি তোমার উষ্ণতা
কিন্তু এ আগুনের উষ্ণতায় একবুক শীতলতা নেই
এই হিমালয়ের বুকে ঘুম নেই
এখানে আছে পাষণ্ড দগ্ধতা
আছে ভয়ানক ভয়াবহতা
আছে যুদ্ধ
আছে মৃত্যু আছে শত্রুতা
এ আগুনে পুড়ে যায় বুক
এই শীত কেড়ে নেড় সুখ
অথচ এদের খোঁজে একদিন আমি অন্ধ ছিলাম
যেদিন তুমি ছিলে
ঘুম ছিলো
আর আমি অবুঝ ছিলাম।
আজ ঈগলের মতো চোখ মেলে শান্তনা খুঁজি
তোমায় হারিয়ে ঘুমের মর্ম বুঝি।
বহুদিন হলো বাবা
না বলে চলে গেলে তুমি দূর বহুদূর!
জানি ফিরে আসবেনা আর কোনোদিন!
তবু্ও মন বলে ফিরে এসো।
নতুবা আমার নিয়ে যাও ঘুমের দেশে
যেখানে রয়েছো তুমি রয়েছে শান্তনা।
২০-০৩-২০১৯
৬| ১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
সব পিতারা সন্তানকে সুখী দেখুক।