![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
ব্যাঙের উদাসীনতার উৎসবে সর্পের মুখ ভার
তবু চিংড়ির পেছনেই চলে তাঁর উত্ত্যক্তকরণ
হঠাৎ ইলসে-গুঁড়ি দেখে কেটে যায় হৃদয়ের মন্দা ভাব
শাপলাফুলের হলুদ হৃদয়ে উঁকি দেয় সকালের সোনা রোদ
রোদের মনোলোভায় ওত পেতেছে বিষাক্ত ছাতা
বিলের বুকে আহা কী নয়নাভিরাম ফণা!
পদ্ম পাতার তৈলাক্ত থালায় জ্বলে উঠে ফোঁটা জলের জ্বলজ্বল মুক্তা
মুক্তার পুকুরে সাঁতরাতে এসে ব্যাঙের খপ্পরে চিংড়ি ছানা
ব্যাঙের ব্যস্ততার সুযোগে মুচকি হেসে উঠে বিলের ক্ষুদার্ত সর্প।
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম ঠিক বলেছেন শ্রদ্ধে্য় প্রিয়জন। অন্তহীন ভালোবাসা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো।
২| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো+++
৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৩
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
পাঠে মুগ্ধতা জানান দিয়ে যাই।
অভিন্দন কবি!!!
৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৬
সাইন বোর্ড বলেছেন: শব্দে, উপমায় এবং রূপকের চমৎকার আয়োজন ।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৫
আরোগ্য বলেছেন: কবিতায় কবিতায় ভাবের প্রকাশ বেশ।
আশা করি ভালো আছেন?
৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৬
কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগা.....
৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর কবিতা কবি। ভালো লাগা রেখে গেলাম।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
জীবনচক্র চলতে থাকে