| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি হাফেজ আহমেদ
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
হেমন্তের এই নবান্নতে মন্ত্র পড়ে কে সে?
পিঠাপুলির দেশে
সোনার ফসল মাথায় নিয়ে কে যায় হেসে হেসে?
এই ফসলে নতুন শাড়ি স্বপ্ন দেখে বধু
গিন্নি রাঁধে কদু
বিন্নি ধানের ফিরনি খেতে লাগে কি যে মধু!
সোনা রোদের আগমনে নীল কুয়াশার ছুটি
বকের ঠোঁটে পুটি
লাউ দুধুল ঝুলছে মাচায় ক্ষেতে মটরশুঁটি।
হিম বাতাসে ঝিম ধরেছে শিরশিরিয়ে শিরায়
বাত এসেছে গিরায়
দিনেদিনে বাড়ছে যে শীত কে তারে আর ফিরায়।
২|
২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
ছন্দময় প্রকৃতি, ভালো।
কবিতার লাউ তো একজন খেয়ে ফেলেছে, কবিতার কি হবে! এসব খাদক পাঠকগুলোর জন্য ওমেরার পোষ্টই ভালো, খাবারের ছবি দেখ
৩|
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
৪|
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৬
আরোগ্য বলেছেন: প্রতি উত্তর দেখতে এসেছিলাম। দেখলাম আপনার বদলে মুরুব্বি উত্তর দিয়েছেন। যাক ভালোই। আশা করি ভালো আছেন?
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
আরোগ্য বলেছেন: আপনার কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে।
আজকে আমিও লাউয়ের তরকারি খেয়েছি।