![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
এই যে আমার প্রাণের স্বদেশ লাল সবুজের দেশটা
বিজয় দিবস রেশটা
টকটকে লাল সূর্যে ঘেরা ডিসেম্বরের শেষটা।
এই যে সোনার স্বপ্নে আঁকা ঠান্ডা শীতল পাটিতে
বাংলা মায়ের ঘাঁটিতে
খেলার মাঠে নয়ন জুড়ায় নরম কাদা মাটিতে।
এই যে দেখো করছে সবাই লাল সবুজের গর্ব
নানান রকম দর্প
জানো কী ভাই এসব পেতে কত জীবন খর্ব?
মরলো শিশু লক্ষ যিশু দিনে রাতে ধর্ষণে
মেশিনগানের বর্ষণে
আকাশ জুড়ে বিজলি ছিলো গোলাবারুদের ঘর্ষণে।
লাল রঙের রক্ত নদী পাক বাহিনীর সংক্রমে
স্বপ্ন আশায় নয় ভ্রমে
ত্রিশ লাখের রক্তে ভেজা দুই লাখের সম্ভ্রমে।
সকল বাধার দেয়াল ভেঙে কাঁধে রেখে হাত
ধ্বংস করে ফাঁদ
আমরা পেলাম স্বাধীনতার অমৃত এক স্বাদ।
আমার যত ভালোবাসা রাগে অনুরাগে
দেশটি সবার আগে
মাগো আমার যুদ্ধে যেতে এখনো স্বাদ জাগে।
১৬/১২/২০১৯
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৩
রায়হানুল এফ রাজ বলেছেন: অনবদ্য। ভালোলাগা জানবেন কবি।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৫
চাঁদগাজী বলেছেন:
এখন দরকার বুদ্ধি, দেশ গড়ার যুদ্ধ
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: দেশ এগিয়ে যাক আজকের দিনে আমি তাই চাই।
কবিতা পাঠ করে ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৪
কনফুসিয়াস বলেছেন: আহ! কি মধুর সেই ভাষা, কি মধুর সেই মুক্তির গন্ধ। তাই পাগল হয়ে লক্ষ লক্ষ মা-বোন, সালাম, রফিক, বরকত জীবন দিয়েছে অকাতরে। আমিও সেই গন্ধ নিতে চাই, সেই স্বাদ হজম করতে চাই।
লাল সালাম।