![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
শীত এসেছে শনশনিয়ে
কনকনে তাই শরীর
হিম কুয়াশায় ঢাকছে সবুজ
কাঁপছে পাখা পরীর।
গলিপথের মানুষগুলো
কাঁদছে হাউমাউ
শীতের কাপড় নাই যে ওদের
পায়না খেতে জাউ।
লেপের নিচে শুয়ে তোমার
মনে শীতের ভীত
খালি গায়ের মানুষগুলো
কেমনে যাবে নিদ?
হাত বাড়িয়ে দাও নারে ভাই
গরিব দুঃখীর পানে
দেশ দুনিয়া হেসে উঠুক
মানবতার গানে।
১৯-০১-২০২০
২| ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:৪৩
চাঁদগাজী বলেছেন:
দান করে দরিদ্রতার নিরসন হয় না, মানুষকে কাজে লাগিয়ে সম্পদ তৈরি করে, সেটার ভাগ তাদের দিলে, সমস্যার সমাধান হবে।