| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি হাফেজ আহমেদ
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
শনশনে শীত কনকনে মন টনটনে তাঁর দেহখান
কই মাছের এই জিন্দা প্রান
সকাল বিকেল আগুন পোহায় রাতের বেলায় বিড়ির টান।
মাঘের শীতে বাঘ পালালো বুড়োর বুকে ধুক্কুর
মারছে কাশি হুক্কুর
বুড়ি বলে বাপধন আমার কই গেলিরে শুক্কুর?
বিড়ির আগুন পনপনিয়ে লাগলো চনের ঘরেতে
মরলো বুড়ি ডরেতে
সব হারিয়ে একলা বুড়ো ভুগছে কঠিন জ্বরেতে।
২|
২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪২
এম ডি মুসা বলেছেন: শৈত্যপ্রবাহ ত থামছেনা
৩|
২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৪|
২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৬
দৃষ্টিসীমানা বলেছেন: ওগো মানুষ সাবধান , বিড়ি থেকে দূরে জান ।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ২:২৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বড়ি টানা ছেড়ে দিয়েছি।