নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলা সাহিত্যের প্রথম প্যালিন্ড্রোম সনেট।

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২০

পরিজন
হাফেজ আহমেদ

মালিনী রক্তের দিদি; রক্তের নীলিমা
রাহীম সহসা মম; সাহ সম হীরা
মা লিলি রথের শোঁ-শোঁ ; রথের লিলি মা
রানি তুমি সেরা বিবি; রাসে মিতু নিরা

নরম তেজে সা মামা; সা জেতে মরন
ষেবি তবু জম ঝাঁঝাঁ; মজবুত বিষে
সে কি দয়া নিবু বাবা; বুনিয়াদ কিসে
নর ধব তাসে ছি ছি; সেতাব ধরন

ক'শ মন দর দাদা; রদ নম শক
তেজা নে নমনে মম; নে মন নে জাতে
তেহা লাগিয়েছে ধু ধু; ছেয়ে গিলা হাতে
কত'শ নম'কে তাতা; কেমন শতক?

জল জজ হাজা বাবা; জাহাজ জলজ
জন বকে ডামা নানা ; মা ডাকে বনজ।

প্রতিটি চরণ ডানদিক হতে বামদিকে পড়ে গেলে যেমন হবে, ঠিক বামদিক হতে ডানদিকে পড়ে আসলে একই রকম হবে।

প্রতিটি চরণের ব্যাখ্যা থাকবে "নব প্লাবন" শীর্ষক প্যালিন্ড্রোম কবিতার বইতে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৮

এম ডি মুসা বলেছেন: আক্ষর বৃত্ত ছন্দ ৮✝৬ সুন্দর লিখছেন ।।

২| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো হয়েছে ।

৩| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। এ রকম নির্দিষ্ট বর্ণের পেলিন্ড্রোম সনেট আর কোন কোন ভাষায় আছে?

পেলিন্ড্রোমের জন্যই অনেকগুলো শব্দ অপরিচিত লাগছে।

অর্থ বোঝার চেষ্টা করি নি মোটেও। খুব ইন্টারেস্টিং লেগেছে বলে পড়ে গেছি।

শুভেচ্ছা রইল।

৪| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১৬

আকতার আর হোসাইন বলেছেন: দারুণ। দারুণ।।। অনুগ্রহ করে অর্থটা এখানে একটু যদি দিতেন...

৫| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.