![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
পরিজন
হাফেজ আহমেদ
মালিনী রক্তের দিদি; রক্তের নীলিমা
রাহীম সহসা মম; সাহ সম হীরা
মা লিলি রথের শোঁ-শোঁ ; রথের লিলি মা
রানি তুমি সেরা বিবি; রাসে মিতু নিরা
নরম তেজে সা মামা; সা জেতে মরন
ষেবি তবু জম ঝাঁঝাঁ; মজবুত বিষে
সে কি দয়া নিবু বাবা; বুনিয়াদ কিসে
নর ধব তাসে ছি ছি; সেতাব ধরন
ক'শ মন দর দাদা; রদ নম শক
তেজা নে নমনে মম; নে মন নে জাতে
তেহা লাগিয়েছে ধু ধু; ছেয়ে গিলা হাতে
কত'শ নম'কে তাতা; কেমন শতক?
জল জজ হাজা বাবা; জাহাজ জলজ
জন বকে ডামা নানা ; মা ডাকে বনজ।
প্রতিটি চরণ ডানদিক হতে বামদিকে পড়ে গেলে যেমন হবে, ঠিক বামদিক হতে ডানদিকে পড়ে আসলে একই রকম হবে।
প্রতিটি চরণের ব্যাখ্যা থাকবে "নব প্লাবন" শীর্ষক প্যালিন্ড্রোম কবিতার বইতে।
২| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩১
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো হয়েছে ।
৩| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। এ রকম নির্দিষ্ট বর্ণের পেলিন্ড্রোম সনেট আর কোন কোন ভাষায় আছে?
পেলিন্ড্রোমের জন্যই অনেকগুলো শব্দ অপরিচিত লাগছে।
অর্থ বোঝার চেষ্টা করি নি মোটেও। খুব ইন্টারেস্টিং লেগেছে বলে পড়ে গেছি।
শুভেচ্ছা রইল।
৪| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১৬
আকতার আর হোসাইন বলেছেন: দারুণ। দারুণ।।। অনুগ্রহ করে অর্থটা এখানে একটু যদি দিতেন...
৫| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৮
এম ডি মুসা বলেছেন: আক্ষর বৃত্ত ছন্দ ৮✝৬ সুন্দর লিখছেন ।।