নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ব্যাখ্যাসহ বাংলা সাহিত্যের প্রথম বর্ণ প্যালিন্ড্রোম কবিতাটি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪২

মরম কথার থাক মরম
হাফেজ আহমেদ

কথা লাভের ভেলা থাক
মধু রথের ধুম
মেরু তার বারতা রুমে
মরু শাঁ শাঁ রুম।

খালি বিদায় দাবি লিখা
দীন রবের নদী
নম নম এমন মন
ধী মন জনম ধী।

মেঘে মেঘে ঘেমে ঘেমে
তহু কেনা নাকে হুত
জাতা কঠিন ঠিক তাজা
তবু জম মজবুত।

বি দ্র- কবিতাটির প্রতিটি চরণ ডানদিক হতে বামদিকে পড়ে গেলে যেমন হবে ঠিক বামদিক হতে ডানে পড়ে আসলে একই রকম হবে।

ব্যাখ্যা-

কথা লাভের ভেলা থাক
মধু রথের ধুম
মেরু তার বারতা রুমে
মরু শাঁ শাঁ রুম।

জীবনের সকল রূপকথা ও মধুর অর্জনগুলোর জাঁকজমকপূর্ণ ভেলা আজ এখানেই থাক। কারণ জীবন মেরু এখন তাঁর প্রস্থানের মরু কক্ষে বা সন্ধিক্ষণে অবস্থান করছে।


খালি বিদায় দাবি লিখা
দীন রবের নদী

নিয়তির মাঝে জীবনের যে প্রস্থানের সময় লিখা আছে, শরীরের অসহ্য যন্ত্রণা যেন সে দাবিতে এখন চরম সরব হওয়ার ঈঙ্গিত করছে। তাই জীবনের দুঃখ নদীতে সীমাহীন কষ্টের দুর্বার ধ্বনি শোনা যাচ্ছে।


নম নম এমন মন
ধী মন জনম ধী।

শরীরের এমন ঈঙ্গিতের পরও দুনিয়া পূজারী এমন জ্ঞানী মন এখনও স্মৃতিতে বাঁচার দীপ্ত কৌতুহল ধারণ করে আছে।

মেঘে মেঘে ঘেমে ঘেমে
তহু কেনা নাকে হুত

জীবনের সমস্ত অর্জন রেখে শূন্য হাতে বিদায়ের লগ্নে কপালের ভাজে জমে থাকা কালো মেঘ আরো কালো হচ্ছে। সেই সাথে শরীর ও মনের কষ্টে হোমের আগুন দাউ দাউ জ্বলে উঠছে আর আগুনে পুড়ে কপালের মেঘলা ভাজ বেয়ে বেয়ে বৃষ্টির ন্যায় ঘাম ঝরছে।


জাতা কঠিন ঠিক তাজা
তবু জম মজবুত।

এ কঠিন মৃত্যু যন্ত্রণা যতই ভয়াবহ হোকনা কেনো, তা আজ প্রাণ কেড়ে নেয়া ছাড়া কোনোভাবেই রেহাই দিবে না।

পরিশেষে মৃত্যুর যন্ত্রণা আজ দুনিয়া পূজারী মনকে বুঝিয়ে দিতে সক্ষম হলো যে, শেষ বিদায়ের ক্ষণে জীবনের সকল অর্জন দিয়েও মৃত্যুর ভয়াবহ পরিনতি এড়িয়ে যাওয়া অসম্ভব। মৃত্যুর কাছে জীবনের সমস্ত অর্জন ম্লান হয়ে যায়

কাব্যগ্রন্থঃ নব প্লাবন
সম্পাদনায়ঃ ফরিদ উদ্দিন
বেহুলা বাংলা প্রকাশনী
স্টল নাম্বারঃ ৪৬৯, ৪৭০, ৪৭১
অমর একুশে গ্রন্থমেলা ২০২০

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:


সম্ভবত, আপনি অনেক সময় ব্যয় করছেন এসব টেকনিক্যালিটির জন্য

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ঠিক বলেছেন প্রিয়জন। আশীর্বাদ কামনা করছি

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২২

আকতার আর হোসাইন বলেছেন: প্রথম পেলিন্ড্রোম কবিতা পড়েছি আপনার লেখায়। আপনি এই কবিতাটি কবে লিখেছেন এই তথ্যটা জানাবেন। তাহলে কিছুটা আঁচ করা যাবে আপনার লেখাটির বাংলা সাহিত্যের প্রথম পেলিন্ড্রোম কিনা৷ সন্দিহান হলাম এরি কারণে, এই বইনেলায় একটা কাব্যগ্রন্থবের হচ্ছে যেটার সব কবিতাই পেলিনড্রোম!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:১১

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়জন । সে বইতে কবিতাটি পাবেন। নব প্লাবন শীর্ষক বই। বেহুলা বাংলার ৪৬৯, ৪৭০, ৪৭১৷
এখন ডিউটিতে যেতে হবে । তাই আর কোনো তথ্য দেওয়ার সুযোগ পেলাম না।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: পড়টে ভালই লাগলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগা আমকে অনুপ্রাণিত করেছে দাদা। ভালোবাসা নিরন্তর। শুভকামনা রইলো।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

খাঁজা বাবা বলেছেন: কঠিন কাজ

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১

কবি হাফেজ আহমেদ বলেছেন: শুভ আশীর্বাদ কামনা করছি প্রিয়জন। আন্তরিক ভালোবাসা রইলো।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫

নেওয়াজ আলি বলেছেন: একরাশ ভালোগালার ভালোবাসা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালোবাসা রইলো প্রিয় ভাই।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩

আকতার আর হোসাইন বলেছেন: সেই বইতে কবিতাটি পাব, তার মানে এখন কিছুটা নিশ্চিত হলাম আপনার লেখাটাই প্রথম। জেনে ভালো লাগলো।। আমি যে বইটা দেখেছিলাম, সেটার নাম পেলিন্ড্রোম, পৃষ্ঠা সংখ্যা পেলিন্ড্রোম। কবিদের সংখ্যা পেলিন্ড্রোম। মূল্য পেলিন্ড্রোম। ছাড় পেলিন্ড্রোম। ছাড়কৃত মূল্য আসে ১৭৫ টাকা তবে ১৭১ টাকা দিয়েও নেয়া যাবে যেটি একটা পেলিন্ড্রোম৷ এই বইটর কথাই বলছেন তো??

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: জ্বি দাদা। আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইলো ❤

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লাগলো

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম কবি। সবসময় পাশে থাকায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আন্তরিক ভালোবাসা রইলো।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: ব্যাখ্যা সহ ছড়া বেশ লাগল

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

এটি ছড়া নয় দাদা। প্যালিন্ড্রোম রূপক কবিতা।


আন্তরিক ভালোবাসা রইলো ।

৯| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫২

Subdeb ghosh বলেছেন: অসম্ভব সুন্দর লেখনী! খুব ভালো লাগলো । কবির জন্য অফুরন্ত শ্রদ্ধা ও ভালবাসা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.