![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
একজন প্রবাসী ও তাঁর পরিবারের কথোপকথন
হাফেজ আহমেদ
প্রবাসী--- জানো? চারদিকে করোনা ভাইরাস। আমার রুমমেট আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলো। আমি তাঁকে হসপিটালে নিয়ে গেলাম। ডাঃ বললো তাঁকে ভর্তি করতে হবে। এত সামান্য জ্বরেও হসপিটালে ভর্তি হতে হয় এই প্রথম শুনলাম। ভর্তি করানোর ঠিক ২৫ মিনিট পর রুমে আসার আগেই পথে মোবাইলটা বেজে উঠলো। রিসিভ করতেই ডাঃ আমাকে জানিয়ে দিলেন একটি শোক সংবাদ। দু'চোখ আমার থমকে গেলো। হাত থেকে মোবাইলটা পড়ে গেলো। কিভাবে একটি জলজ্যান্ত প্রায় সুস্থ মানুষ হসপিটালে ভর্তি হওয়ার মাত্র ২৫ মিনিটের মাথায় লাশ হয়ে যেতে পারে? শুনেছি চারদিকে কেউ কেউ বলতে লাগলো, ওকে করোনা সন্দেহে নিশ্চিত বিষাক্ত ইনজেকশন পুশ করে মারা হয়েছে। কারণ, এখানে মানবতার হিসেব হয় না, হিসাব হয় লাভ-ক্ষতির। সে তো এদেশের নাগরিক নয়। এদেশের বোঝা। তাঁর পিছে ভিনদেশী সরকার এক টাকা খরচ করলেও এটি তাঁদের শুধুই লোকসান। তারপর শুনলাম তাঁর জানাজা দিতেও কেউ আসেনি । লাশটি কোথায় দাপন করেছে কেউ তা জানে না।
পরিবার--- আহারে! না জানি কোন হতভাগা মায়ের সন্তান।
প্রবাসী--- আমার বড্ড ভয় হয়। আমি দেশে চলে আসি?
পরিবার--- মন শক্ত কর। তোমার কিছুই হবেনা। তুমি দেশে চলে আসলে আমরা কি খেয়ে বাঁচবো?
প্রবাসী--- আমি যদি তাঁর মত মরে যাই তবে তোমরা কি খেয়ে বাঁচবে?
২| ২৪ শে মে, ২০২০ দুপুর ১:১৮
নেওয়াজ আলি বলেছেন: হাফেজ ভাই । কবি ভাই , গল্প লিখেন ভালো।
৩| ২৪ শে মে, ২০২০ দুপুর ১:২৩
সাইন বোর্ড বলেছেন: বাস্তবে এমনটা না হলেও ট্রাম্পের বিজয়ের কথা শুনে সন্দেহ হয় ।
৪| ২৪ শে মে, ২০২০ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: প্রবাসীদের আয়ে লক্ষ লক্ষ মানুষ খেয়ে পরে বেঁচে আছে।
৫| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: প্রবাসীরা অনেক বাংলাদেশি পরিবারের জিয়ন-কাঠি। তাদেরকে মরে যেতে দেয়া যায় না, দেশে ফিরে আসতেও দেয়া যায় না।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০২০ দুপুর ১২:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: