নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলা সাহিত্যের প্রথম উপর নিচ প্যালিন্ড্রোম গদ্য কবিতা।

২৭ শে মে, ২০২০ রাত ১:০৩

সে আসে না
হাফেজআহমেদ

দেখো না ঝেবু
না সে আজ আর বরণে গায় না সে গানের সুর।

তারীনার সুর কানে কানে আসে না নায়
ভালোবাসে না সে
আর আসে না বিনাসে
আর আসে না সেবা লোভায়।

না না !
সে আনে কানে কার সুর?
নারী তার সুর নে
গা সে নায়
গানের বর আজ আসে না
বুঝে-না খোদে।

উপর হতে নিচ, আর নিচ হতে উপর পর্যন্ত পড়ে গেলে একই রকম হবে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২০ সকাল ৭:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:

বাংলা সাহিত্যের প্রথম উপর নিচ প্যালিন্ড্রোম গদ্য কবিতা লেখার জন্য রইল অভিনন্দন ।
এমন গদ্য কবিতা লেখা বেশ কঠিন কাজ । অনেক চরাই উতরাই এর মধ্য দিয়ে যেতে হবে ।
কিছুটা উলট পালট করে লিখলাম, জানি হয়নি ,সঠিকভাবে ভাবে লিখে দিলে বাধিত হব ।

দেখো সে বুঝেনা
বর আজ আর গায়না
সে গানের সুর ।

ভাল সে বাসেনা
তার সে রীনা আর আসেনা
ভাল আর সে বাসেনা
কানে কানে আর আসেনা
সে রীনার সুর।

না না!
কার কানে সুর সে আনে
রীনা তার সে সুরে
গান আর গায় না ।

গানের বর আজ আর আসেনা
দেখো সে বুঝেনা ।



ঈদের শুভেচ্ছা রইল ।

২৭ শে মে, ২০২০ সকাল ১১:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: ঈদ মোবারক! শ্রদ্ধেয় প্রিয়জন,
কবিতাটি উপর হতে নিচ আর নিচ হতে উপর পড়ে গেলে একই রকম হবে ❣

২| ২৭ শে মে, ২০২০ সকাল ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৯ শে মে, ২০২০ দুপুর ১:১৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা রইলো ভাই ❣

৩| ২৭ শে মে, ২০২০ সকাল ৯:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চমৎকার, আপনার এই প্রচেষ্টা সার্থক হোক ।
......................................................................

...................... এখানেও কি প্যালিন্ড্রোম কাজ করছে ??? ,.....................................

২৯ শে মে, ২০২০ দুপুর ১:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: জ্বি, শুরু হতে শেষ, শেষ হতে শুরু একই রকম।

৪| ২৭ শে মে, ২০২০ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৯ শে মে, ২০২০ দুপুর ১:১৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা রইলো ভাই❣

৫| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫০

শের শায়রী বলেছেন: আপনার এই প্যালিন্ড্রোম গুলো আমি বেশ আগ্রহ নিয়ে পড়ে আবার মিলাইও। আপনার এই প্রচেষ্টা বা ধরন অভিনন্দনযোগ্য। অভিনন্দন জানুন।

২৯ শে মে, ২০২০ দুপুর ১:১৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা রইলো প্রিয়জন ❣

৬| ০৬ ই জুন, ২০২০ ভোর ৬:৩৫

সায়ন্তন রফিক বলেছেন: সুন্দর। প্যালিন্ড্রোম বেশ শ্রমসাধ্য বিষয়।

১৩ ই জুন, ২০২০ ভোর ৬:২২

কবি হাফেজ আহমেদ বলেছেন: ঠিক বলেছেন প্রিয়জন। আন্তরিক ভালোবাসা রইলো ❣

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.