নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলা সাহিত্যে এই প্রথম প্যালিন্ড্রোম দ্বিপদী নিয়ে আসা হলো।

২৯ শে মে, ২০২০ দুপুর ২:১৫

দ্বিপদী (উপর নিচ)

সেবা লোভায় মা আসে
সে আমায় ভালোবাসে।

দ্বিপদী (উপর নিচ)

যারে যাবার বেলাতে মানা নেই
মাইনে নামাতে লাভের বাজারে যা।

প্যালিন্ড্রোম===> উপরের দুটি দ্বিপদী প্রথম বর্ণমালা ধরে শুরু হতে শেষ এবং শেষ বর্ণমালা ধরে শেষ হতে শুরু পর্যন্ত পড়ে গেলে একই রকম হবে।

দ্বিপদী (ডানে বায়ে)

কবি নাসে তারকারা কার তাসে নাবিক
কদিন কোন বলে চলে বন কোন দিক?

দ্বিপদী (ডানে বাঁয়ে)

শেফালি কার কালিকার কালি ফাঁসে
সেবা লোভায় হাঁকে হায় ভালোবাসে।

প্যালিন্ড্রোম===> উপরের দুটি দ্বিপদীর প্রতিটি চরণ ডানদিক হতে পড়ে বামদিকে গেলে যেমন হবে ঠিক বামদিক হতে উল্টো ডানদিকে পড়ে আসলে একই রকম হবে।

বি: দ্র: বাংলা সাহিত্যে প্যালিন্ড্রোম ভার্সনে এই প্রথম দ্বিপদী নিয়ে আসা হলো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.