নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য প্রাণ

১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২৭

গাছের পাতা নড়তে দেখা যায়
ধুলোমাখা পথে শোনা যায় শোঁ শোঁ শোঁ
তবে খালি চোখে কখনো বাতাস দেখা যায় না
তবুও বাতাস বিরাজমান
আকাশের তাঁরকাও ঝরে পড়ে একদিন
কিন্তু বাতাসের উড়াউড়ি থামে না কোনোদিন
আকাশে উড়তে ডানা লাগে না তাঁর
দমাতে পারে না তাঁকে পৃথিবীর কোনো শক্তি
কবিও বাতাসের মতো সৌরভ ছড়ায়
বর্ণমালার সুগন্ধে মুখরিত করে চারদিক
কবিতার মাঝে ডানাহীন উড়ে বেড়ায় এক অদৃশ্য প্রাণ
মানুষের শরীর স্পর্শ করে যায় বারংবার
মগজে মগজে বিলিয়ে দেয় তাঁর সুঘ্রাণ
কবিতার ধাক্কায় জেগে উঠে মানুষ
বিবেক বুঝতে পারে মানুষ ও অমানুষের পার্থক্য।
তাই বাতাস ও কবির মাঝে আমার সন্দেহ
ওদের কে বাতাস? আর কে কবি?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৪

নুরহোসেন নুর বলেছেন: কবির কবিতা বেঁচে থাকুক, মানুষের মনে।

১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা ও মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা গ্রহণ করুন প্রিয়জন

২| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৮

বিজন রয় বলেছেন: বাতাস দেখা যায় না। কিন্তু তার প্রভাব দেখা যায়, যেমন বাতাসে গাছের পাতা নড়ে এমনি অনেক কিছু।

১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: একদম ঠিক বলেছেন শ্রদ্ধেয় প্রিয়জন। আন্তরিক ভালোবাসা ও মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা গ্রহণ করুন

৩| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা ও মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা গ্রহণ করুন প্রিয়জন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.