নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কবির কবিতা

১১ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

বাতাসেও পানি আছে কেউ যে তা দেখে না
পানি যা মুছে দেয়, ঢেউ যে তা লেখে না
বাতাসের রং কভু ঘামে না
কবির কবিতা কভু থামেনা
সহজে সে লিখে যা, সহজে তা শেখে না।


সব কথা কাগজে তাঁর কথা কয় না
লিখতে কখনো তাঁর ভয় হয় না
পাগলামি করে তবু কভু কিছু লেখে
হৃদয় খুলে দিয়ে মানুষ দেখে
মিথ্যা মেনে নেয়া তাঁর সয় না।



মানুষ বেড়েছে আজ পাগলের দলে
পাগলামি করে পাগল
বলে যায় আবোলতাবোল
ছলে আর বলে সে, যত যা বলে
সবকিছুকেই তাঁর কবিতা বলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৯

কালো যাদুকর বলেছেন: কবিতাতে না বলা কথাই বলা যায়,
সহজে, অক্লেশে।
সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.