নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কপাল নুয়ে পড়ে

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৬

ভাবনার চোখ
বল কত দূর তুমি যেতে চাও!
যত দূর যেতে চাও চলে যাও
হয়তো গ্রহ হতে নক্ষত্রে
নয়তো সৌরজগত হতে আকাশগঙ্গার কৃষ্ণগহব্বরে
কিন্তু লুমিনাস ম্যাটার ভেদে লানাইকা সুপার-ক্লাস্টারে নয় কেনো?
ডার্ক ম্যাটারে ডুব দিয়ে এভাবে আর কত কাল তুমি খুঁড়বে সুড়ঙ্গ!
উপরে নেবুলার থালায় রয়েছে অন্ধকূপ
ওখানে সে কালো দিয়ে আলো খায়
আর জানান দেয় আপন সক্ষমতার।

অতঃপর ভাবনার ছায়াপথের শেষ সীমানায়
যেখানে থেমে গেছে বিজ্ঞান
এখনো পড়েনি কারো ভাবনার পদচিহ্ন
সেখানেও উল্কা ভেদে যাক ভাবনার ঝাঁক
আলো কিংবা বাতাসে সাঁতার কাটা পাখির বেগে নয়
ভাবনারা উড়ে যাক মুক্ত বিহঙ্গে
তবে হয়তো বাতাস-বিহীন উড়তে শিখবে
কোথায় উড়া যায় আর যায় না তা বুঝবে।

কখনো কখনো ভাবনার চোখ হয়তো চলে যাবে স্নিগ্ধ আলোর শেষ সীমানায়
কিন্তু সেখানে গন্তব্যের শেষ নয়
ফের শুরু হবে আঁধার পথের নতুন যাত্রা
এভাবে উড়তে উড়তে আলোআঁধারে প্লুটোর মতো
একদিন তুমিও বুঝে যাবে তোমার ভাবনার সংকীর্ণতা
বুঝে যাবে আপন অন্ধত্ব ও সীমাবদ্ধতা
উদ্ঘাটিত হবে সৃষ্টি ও স্রষ্টার অজানা রহস্য
আর নুয়ে পড়বে কপাল।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৯

গেঁয়ো ভূত বলেছেন: অপূর্ব সুন্দর !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.