![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
রাজপথে শকুনের বাজিমাত চলছে
মানবের মুখে আজ দানব কথা বলছে
ঘটনার আড়ালে শুধু রিমোর্ট কন্ট্রোল চলছে
স্ট্যচুর মত মানুষগুলো থমকে গেছে
হৃদয়ের কথাগুলো অবিরত গুলি খাচ্ছে
সত্যরা অকালে অবহেলায় বুলেটে ঝরছে
বিধ্বস্ত মানুষের হৃদয়গুলো পাথর হচ্ছে
রক্ত-নদীতে ধর্ষিতার বিবস্ত্র লাশ গলছে৷
শকুনের আঁচড় খেয়ে মানুষ চুপ থাকছে
চারদিকে এভাবেই চলছে তো চলছে।
কিন্তু কোথায়ও কেউ আজ মুখ খোলে না
কবির কবিতা আর কথা বলে না
সত্যের মশাল ঝলঝল করে জ্বলে উঠে না
মানুষ বুঝেশুনেই আজ কোনোকিছু বুঝে না
রণাঙ্গনে ওরা আজ জয় পরাজয় খোঁজে না।
তবে কি মানুষের চোখমুখ আজ অন্যায় সয়ে গেছে?
না! না!
আসলে ওদের মা আছে বোন আছে
ভয় আছে।
মুখের কথা যখন ক্ষমতা বলছে
পাপ মোছনে যখন পাপের টাকা উড়ছে
লোভীদের লালার রং তখন বদলে যাচ্ছে
সন্ত্রাসীর বিষাক্ত বুলেটগুলো নতুন নতুন কবিতার পোশাক পরছে
বুঝিনা এসব কিসের ঈঙ্গিত করছে!
তবে মানুষের চোখের রং কিছু কথা বলে দেয়
মানুষের চুপ থাকা নতুন কিছু বুঝিয়ে দেয়
ওদের তালাবদ্ধ হৃদয়ে যেন অগ্নিস্ফুলিঙ্গ ঢেউ খেলছে
এ যেন ফনীর ফণার মুখে নীরব বিষবাস্পের বরফ জমছে।
জানিনা, এত এত বরফের ভার
এ-শহর কিভাবে সইবে?
শুধু জানি একদিন গ্রীষ্ম আসবে
রক্তের বরফে সেদিন তাপ বাড়বে
গলিত বরফ-তরঙ্গের উন্মাদনা কেবল টর্নেডো হয়ে আঘাত হানবে।
জনতার সব ক্ষোভ একদিন ফুঁসে উঠবে
পাপের ভারে এ শহর কেঁপে উঠবে
একদিন মানুষের ঘুম ভাঙ্গবে
একদিন এখানে দাবানল জ্বলবে।
প্রতিটি ঘুমন্ত অগ্নিগিরি শ্বাস ছাড়বে
আগুনের বজ্রপাতে ফাগুন ফিরবে
পর্বতের লাল চোখ ফের শান্ত হবে
একদিন মানুষ কথা বলবে
বাংলাদেশ কথা বলবে
রক্তের হোলিখেলা চিরতরে বন্ধ হবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা গ্রহণ করুন প্রিয়জন। অনেক অনেক শুভ কামনা রইলো।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা গ্রহণ করুন প্রিয় ভাই। অনেক অনেক শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৪৬
নজসু বলেছেন:
ঘটনার আড়ালে শুধু রিমোর্ট কন্ট্রোল চলছে
অসাধারণ একটি লাইন।
বোবা বাংলাদেশের কথা শোনার অপেক্ষায় রইলাম কবি।