![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
বাংলার রূপ এত অপরূপ
দেখে আমি চুপ
এ যে স্বর্গে ডুবে থাকা
এক স্বর্গীয় কূপ।
ফুলে ফলে মিঠা জলে
রাতের জোনাক জ্বলে
সাগর জলে কাঁচা-জ্যোৎস্না
জ্বলে উঠে ঝলমলে।
কত মায়া কত ছায়া
সবুজ কায়ার ঘাঁটি
মায়ের শীতল চাদরে এক
অবুঝ মায়ার পাটি।
রাখালিয়ার বাঁশের বাঁশি
হৃদয় ছুঁয়ে যায়
কল্প কাব্যের কলতানে
নুয়ে পড়ি হায়।
এত এত রূপ দেখে আজ
কি যে ঘুম পায় চোখে
তবু জেগে চেয়ে রই এই
বাংলায় অপলকে।
বারোমাসি বাংলাজুড়ে
ছয় ঋতুর অর্ঘ
এমন বাংলা দেখেনি যে
দেখেনি সে স্বর্গ।
৩০ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩০
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৭
জ্যাকেল বলেছেন: ভাল লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:২২
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা !!
দেশপ্রেমের উজ্জল আবেগানুভূতি।
কবির প্রতি আমার আন্তরীক অভিন্দন ও সুভেচ্ছা।