নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বারোমাসি বাংলা

০৬ ই জুলাই, ২০২২ রাত ৮:৪২

বৈশাখেতে গুড়ুম গুড়ুম
বাজনা বাজে আকাশে
জৈষ্ঠ্য এলে পাকা ফলে
গন্ধ ছড়ায় বাতাসে।

আষাঢ় শ্রাবণ মেঘে মেঘে
নিয়ে আসে বন্যা
ভাদ্র আশ্বিন মাসে হাসে
শরৎ রানীর কন্যা।

অগ্রহায়ণ আর কার্তিকে
গোলা ভরা ধান
খুশির জোয়ার দেয় ভাসিয়ে
সব কৃষাণীর প্রাণ।

পৌষ আর মাঘে থরথরিয়ে
শীতের কঠিন রাগে
ভয়ে ভয়ে সূর্য কি আর
আগের মতো জাগে?

ফাগুন এলে আগুন জ্বলে
ফুল পাখিদের গায়ে
চৈত্রের বধূ খরতাপে
আলতা রাঙা পায়ে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা গ্রহণ করুন ভাই।

২| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা অহর্নিশ।

৩| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আষাড় মাসে বৃষ্টি নেই তো।

৪| ০৭ ই জুলাই, ২০২২ সকাল ৭:২৪

জগতারন বলেছেন:
আহ !
সুন্দর !!
লাইক !!!

৫| ০৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

৬| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩৫

জ্যাকেল বলেছেন: রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আমিও এটা বলতে চাইছিলাম।

৭| ০৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: কবিতাটা ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.