![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
একটি ক্ষুধার্ত জানোয়ার, হায়েনা কিংবা নেকড়ে
কখনো এক থাবায় দশজনকে ভক্ষণ করে না
একটি দানবীয় তিমি
কখনো সমুদ্রের সব মাছ একসাথে গিলে ফেলে না
এমনকি রক্তচোষা জোঁকটিও
চুষে নেয় না একটি প্রাণীর দেহের সমস্ত রক্তকণিকা।
তবুও আমাদের চোখে ওরা ভয়ংকর রাক্ষস।
অথচ
মুখোশধারী সেসব মানুষ
ক্ষমতার আড়ালে যাদের অন্ধকার ছায়া
নিঃস্বের পেটে যাদের উলঙ্গ পা
আমরা তাঁদের নিত্য শিকার
ওরা এক থাবায় মানুষের রক্ত খায়
ব্যাংক খায়, বীমা খায়
এমনকি দেশটাও!
তবুও ওদের ক্ষুধা নিবারণ হয় না।
আর আমরা ওদের সাথে সেলফি নিয়ে
ধরিয়ে দেই মহামানবের হালাল সার্টিফিকেট।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নাইস!
(ক্ষুধার্ত)
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৩২
ফুয়াদের বাপ বলেছেন: তিক্ত সঠিক বাস্তবতা তুলে ধরেছেন...
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৪
জগতারন বলেছেন:
+++
কবিতা ভালো লেগেছে।
কবির প্রতি অভিন্দিন ও সুভেচ্ছা জানাই।
লাইক।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৭
গেঁয়ো ভূত বলেছেন:
একদম ঠিক দেশটা যে দুর্নীতির অভয়ারণ্য হয়ে উঠেছে এজন্য আমাদেরও অনেক দায় রয়েছে।