নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

রাক্ষস

২৬ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩৭

ক্ষুদার্ত হায়েনা
এক থাবায় কখনো একাধিক ভক্ষণ করে না
দানবীয় তিমিও সমুদ্রের সব মাছ একসাথে গিলে ফেলে না
এমনকি রক্তচোষা জোঁকটিও কখনো
চুষে নেয় না একটি প্রাণীর দেহের সমস্ত লোহ-কণিকা
তবুও আমাদের চোখে ওরা ভয়ংকর রাক্ষুস।

অথচ
আলোর মুখোশে কতিপয় অন্ধকার ছায়া
নিঃস্বের পেটে যাদের উলঙ্গ পা
ওরা এক থাবায় মানুষের রক্ত খায়
ব্যাংক খায়, বীমা খায় এমনকি দেশটাও!

তবুও পেট ভরে না।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪০

ফারহানা শারমিন বলেছেন: আহারে! মানুষের ক্ষুধা!

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে প্রীত হলাম। হৃদয় নিংড়ানো ভালোবাসা গ্রহণ করুন।

২| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১২

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা প্রশাসনে চাকুরী পেলে সব খেয়ে ফেলে, এগুলো কুৎসিত বোয়াল মাছ।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: রাক্ষুসে বোয়াল হতে মুক্ত হোক আমাদের মানচিত্র। পাঠ ও মন্তব্যে প্রীত হলাম। শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো সবুজ ভালোবাসা গ্রহণ করুন।

৩| ২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৯

অর্ক বলেছেন: বেশ তো। লেখা আরও আসুক।

কবি হাফেজ আহমেদ। খুব পরিচিত নাম ব্লগে। বহুদিন হয়ে গেলো আমাদের লিখতে লিখতে।

অনেক শুভেচ্ছা ভাই। মঙ্গল হোক।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:১৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: ব্লগ বাড়িতে nickname এর স্বাধীনতা থাকায় কবি শব্দটি জুড়ে দেওয়া। আর নামটি বহুদিন ধরে থাকায় পরিবর্তন করতে চাই না।
আপনার লেখা বেশ ভালো লাগে। আমাদের পথচলা শুভ হোক। মঙ্গল হোক। সামুর এক সুতোয় হৃদয় বেঁধে বেঁচে থাকা হোক অনন্তকাল।

৪| ২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:১৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার অনুপ্রেরণা কে পায়নি বলুন? সামুতে ভালোবাসা অর্জনে অধিকাংশের নাম্বার ওয়ানে আপনার নামটি রয়েছে। ভালোবাসা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.