নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সিন্ডিকেট

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:২৩

কোনদিকে যাবো ভাই
বাজারে না মাজারে
মিলেনা ইলিশ আজ এক কেজি হাজারে।

যেই দেশে দাম হয়
পেপসির বতলের
সেই দেশে কত টাকা দাম হবে পটলের?

মামু খালু যদি থাকে গ্রামের মেম্বার
চা দোকানে খুলে বসে ঔষধের চেম্বার
রুগী হাঁকে ডাক্তার
কে শোনে এ হাঁক তাঁর?

হায় হায় একি হাল সবকিছু লাগে ঝাল
শুধু মরিচেই ঝাল নাই
সবজির গাছ আছে বড় বড় মাছ আছে
তবু সেই স্বাদ নাই।

বাজার জুড়ে আছে অহরহ ফল
এই ফল খেয়ে কেউ পায় না যে বল
ফরমালিনের ফলে সব বিফল বিফল।

কেজিতে এক টাকা কৃষক পেলে
বিশ টাকা দাম তার বাজারে গেলে
কৃষকের হালচাল
করে দিয়ে বানচাল
মহাজনে নিয়ে গেলো গোলাভরা ধানচাল।

ধর ধর জেলে ভর
সব সিন্ডিকেটের দালাল
মদের গায়ে লেখে ওরা পণ্যটি হালাল।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০০

জগতারন বলেছেন:
সুন্দর !
পড়লাম আর নিজে নিজেই হাসলাম।
কবির প্রতি অভিন্দন ও ভালোবাসা জানাই।
লাইক দিলাম!!!

০২ রা নভেম্বর, ২০২২ রাত ১২:১৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রীত হলাম প্রিয়জন। আন্তরিক ভালোবাসা ও শুভকামনা অহর্নিশ।

২| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০০

পেঁংকু বঁগ বলেছেন: !:#P

০৯ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা ও শুভকামনা অহর্নিশ প্রিয়জন।

৩| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:




দেশটাকে আফ্রিকা বানায়ে ফেলেছে।

০৯ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২২

কবি হাফেজ আহমেদ বলেছেন: দাদা, আফ্রিকার জঙ্গলে সব সোনা আর হীরার খনি অথচ আমাদের সোনার দেশে কেবল চোরের খনি। মন্তব্যে প্রীত হলাম। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা অহর্নিশ।

৪| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২৭

গেঁয়ো ভূত বলেছেন: বেশ তো! কবিতাটা কিন্তু দারুন হয়েছে!

০৯ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনুপ্রাণিত হলাম। আন্তরিক ভালোবাসা ও হার্দিক শুভকামনা প্রিয়জন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.