![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
প্রবাসের মাটি মানেই
আমার শীতাতপ নিয়ন্ত্রিত চব্বিশ ঘণ্টা
যেখানে তেমন আর্থিক মন্দা নেই
আছে সকাল-সন্ধ্যা ম্যাকডোনাল্সের কাপে চুমুক
আর ক্রুজের বাতায়নের স্নিগ্ধতা
স্বদেশের সব কল্পনাতীত সুখ এখানেই
তবুও এক বেনামি হাহাকার আর
হৃদয়ের দীর্ঘ শূণ্যতা আমার চোখে আঙুল দেয়
দেখিয়ে দেয় কেনা সুখে অসুখের পরিমাণ
বুঝিয়ে দেয় ফুল ও কাগজের ফুলের পার্থক্য
মায়ের স্নিগ্ধ হাসিবিহীন
আর বাংলা মাটির সোঁদা গন্ধহীন এ সুখে সব আছে
শুধু প্রাণ নেই, জীবন নেই
এসব মৃত সুখ, মৃত।
২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমাকে জেনারেলে রাখা হয়েছে কয়েক মাস ধরে। আমি কোথাও কমেন্টস করতে পারছিনা। শুধু আমার পোস্টের কমেন্টসে রিপ্লাই দিতে পারছি। এমনকি আমার পোষ্ট প্রথম পাতায় আসে না। এ বিষয়ে সহযোগিতা প্রয়োজন। আমি হয়তো terms & conditions ভঙ্গ করেছি না জানার কারণে। নোটিফিকেশন check করিনি সময় মতো। তাই বুঝতে পারিনি। এখন বিষয়টির সমাধান দরকার। আমি ব্লগের নিয়ম মেনে নিয়মিত ব্লগে সক্রিয় থাকতে চাই। এ বিষয়ে আমাকে সহযোগিতা করুন।
২| ১৬ ই মে, ২০২৩ সকাল ১১:৫০
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: অসাধারনভাবে ফুটে উঠেছে সুখের ভিতর অসুখ। ভালো লেগেছে।
৩| ১৬ ই মে, ২০২৩ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৪| ১৬ ই মে, ২০২৩ দুপুর ১:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতা লেখা ভীষণ সুন্দর হয়েছে। বৈদ্যাশেতে স্বজনহীন থাকা খুবই কষ্টকর-কিছু সুখ পাওয়া যায়। কিন্তু প্রিয়জনের সাথে থাকার সুখ সব সময় বিয়োগ করে-কষ্ট দেয়।
আমার অস্ট্রেলিয়া যাওয়ার প্রায় কাজ সমাপ্ত হয়েছিল-পরে কেন যেন মনটা বিগড়ে গেল। পরে আর আগাই নাই। এ নিয়ে আত্মীয় এবং বন্ধুদের অনেক ট্রলের মুখে পরেছিলাম। তারপরও যাই নাই। অনেক সমস্যার মধ্যে যাচ্ছি--তারপরও নিজের দেশের মাটি আঁকড়ে আছি।
মহান আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুন এবং সুস্থ্য রাখুন---মানসিকভাবে শান্তিতে রাখুন।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০২৩ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রবাসীরা খুব কষ্টে থাকেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের দূরে রেখে।
চিন্তা করলেই বুঝা যায় কতটা হাহাকার থাকে প্রবাসীদের বুক জুড়ে
সুন্দর হয়েছে লিখা