![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
আজ আমাদের বিজয় দিবস
ষোলো-ই ডিসেম্বর
লাল বিষাদের শাল পরেছে
দূরের নীলাম্বর।
নয় মাসে লাল বৃষ্টিপাতে
ভাসলো জলরাশি
লালের উপর সবুজ দ্বীপে
লাল সবুজের হাসি।
এই হাসিতে জীবন দিলো
ত্রিশ লক্ষ প্রাণ
পোড়া লাশের গন্ধে পেলাম
স্বাধীনতার ঘ্রাণ।
কৃতজ্ঞতায় নুয়ে পড়ে
হৃদয় তাদের পায়ে
দেশ বাঁচাতে যারা নিজের
বাঁচার মায়া ছাড়ে।
এই মাটি যে গর্ব আমার
মাটি হতেই আমি
এক পৃথিবীর চেয়ে আমার
এক পতাকা দামি।
২| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩
বাকপ্রবাস বলেছেন: সুন্দর। বিজয়ের শুভেচ্ছা
৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: জয় বাংলা।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।
২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১০
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমাকে জেনারেলে রাখা হয়েছে কয়েক মাস ধরে। আমি কোথাও কমেন্টস করতে পারছিনা। শুধু আমার পোস্টের কমেন্টসে রিপ্লাই দিতে পারছি। এমনকি আমার পোষ্ট প্রথম পাতায় আসে না। এ বিষয়ে সহযোগিতা প্রয়োজন। আমি হয়তো terms & conditions ভঙ্গ করেছি না জানার কারণে। নোটিফিকেশন check করিনি সময় মতো। তাই বুঝতে পারিনি। এখন বিষয়টির সমাধান দরকার। আমি ব্লগের নিয়ম মেনে নিয়মিত ব্লগে সক্রিয় থাকতে চাই। এ বিষয়ে আমাকে সহযোগিতা করুন ।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কবিতা
৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪২
বিজন রয় বলেছেন: বাহ! বাহ!
কবিতা পোস্ট দিলেন।
আশাকরি নিয়মিত পাবো।
শুভকামনা।
২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমাকে জেনারেলে রাখা হয়েছে কয়েক মাস ধরে। আমি কোথাও কমেন্টস করতে পারছিনা। শুধু আমার পোস্টের কমেন্টসে রিপ্লাই দিতে পারছি। এমনকি আমার পোষ্ট প্রথম পাতায় আসে না। এ বিষয়ে সহযোগিতা প্রয়োজন। আমি হয়তো terms & conditions ভঙ্গ করেছি না জানার কারণে। নোটিফিকেশন check করিনি সময় মতো। তাই বুঝতে পারিনি। এখন বিষয়টির সমাধান দরকার। আমি ব্লগের নিয়ম মেনে নিয়মিত ব্লগে সক্রিয় থাকতে চাই। এ বিষয়ে আমাকে সহযোগিতা করুন দাদা ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৯
ইসিয়াক বলেছেন: খুব ভালো।
বিজয়ের শুভেচ্ছা রইলো কবি।