![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
রাত গভীরে শব্দ শুনি
এক এক করে আওয়াজ গুনি
গুড়ুম গুড়ুম পায়ের আওয়াজ
পুলিশ দেখেই কপালে ভাঁজ
একলা আমি চমকে উঠি গুমের ডরে
চোর-ডাকাতে ভয় করে না, পুলিশ দেখে ভয় করে।।
দুর্বলেরা খুব সয়েছে
তবু ওরা গুম হয়েছে
গুমের পরে লাশের ফেরি
লাশের পায়ে ডান্ডাবেড়ি
মুখ খোলে না সত্যবাদী শোষণকারীর ডরে
চাটুকারের ভয় করে না, সত্যবাদীর ভয় করে।।
(আজ আপন ক্যামেরায় সরাসরি শিয়াল মামাকে বন্দী করলাম)
২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর হয়েছে কবিতা কবি দা
৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৮
বিজন রয় বলেছেন: গুম করা খুব অপরাধ।
এটা যে কেন করে!
তার ছেলেমেয়েদের কি কষ্ট!
৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭
নীলসাধু বলেছেন: হুম।
৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৪
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...