![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
রাজনৈতিক সন্ত্রাসীরা
আগুন দিয়ে দেশ কাঁপায়
মায়ের বুকে আঘাত দিয়ে
পরের ঘাড়ে দোষ চাপায়।
"ক'' দিয়েছে "খ'' এর দোষ
"খ" দিয়েছে "ক" এর
এমনি করেই গোলমালে সব
হিসাব নয়-ছয়ের।
দেশটা তোরা লুটে খাবি
লুটেপুটে খেয়ে নে
মানুষ পোড়ার সাহস তোদের
কে দিয়েছে জবাব দে?
০৯ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:১৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালোবাসা অন্তহীণ ভালোবাসা ।
২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
বাকপ্রবাস বলেছেন: বন্ধ কর মানুষ মারার এমন করুণ রাজনীতি
ঘুম আসেনা নিত্য সদা দেখাও কেবল ভয়ভীতি
০৯ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:২০
কবি হাফেজ আহমেদ বলেছেন: একদম ঠিক বলেছেন কবি। ভালোবাসা থাকলো, সীমাহীন ভালোবাসা ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১২
বিজন রয় বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, কিন্ত ছবিটা না দিলেও চলতো।
০৯ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:১৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ছবিটা বাদ দিয়ে দিলাম দাদা। সৎপরামর্শের জন্য কৃতজ্ঞ থাকলাম। ভালোবাসা অহর্নিশ ।
২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমাকে জেনারেলে রাখা হয়েছে কয়েক মাস ধরে। আমি কোথাও কমেন্টস করতে পারছিনা। শুধু আমার পোস্টের কমেন্টসে রিপ্লাই দিতে পারছি। এমনকি আমার পোষ্ট প্রথম পাতায় আসে না। এ বিষয়ে সহযোগিতা প্রয়োজন। আমি হয়তো terms & conditions ভঙ্গ করেছি না জানার কারণে। নোটিফিকেশন check করিনি সময় মতো। তাই বুঝতে পারিনি। এখন বিষয়টির সমাধান দরকার। আমি ব্লগের নিয়ম মেনে নিয়মিত ব্লগে সক্রিয় থাকতে চাই। এ বিষয়ে আমাকে সহযোগিতা করুন ।
৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১৯
রানার ব্লগ বলেছেন: যাচ্ছে তাই
রাজনীতির নামে
যা ইচ্ছা করছে তাই।
০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। আমরা কপাল পোড়া জাতি ।
৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৮ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমাকে জেনারেলে রাখা হয়েছে কয়েক মাস ধরে। আমি কোথাও কমেন্টস করতে পারছিনা। শুধু আমার পোস্টের কমেন্টসে রিপ্লাই দিতে পারছি। এমনকি আমার পোষ্ট প্রথম পাতায় আসে না। এ বিষয়ে সহযোগিতা প্রয়োজন। আমি হয়তো terms & conditions ভঙ্গ করেছি না জানার কারণে। নোটিফিকেশন check করিনি সময় মতো। তাই বুঝতে পারিনি। এখন বিষয়টির সমাধান দরকার। আমি ব্লগের নিয়ম মেনে নিয়মিত ব্লগে সক্রিয় থাকতে চাই।
৬| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দোষাদুষির রাজনীতি
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
নয়ন বড়ুয়া বলেছেন: প্রতিবাদ হোক কবিতাতে, প্রতিবাদ হোক কবির কলমে...
চমৎকার দাদা।