নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

নয়-ছয়

০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৫


রাজনৈতিক সন্ত্রাসীরা
আগুন দিয়ে দেশ কাঁপায়
মায়ের বুকে আঘাত দিয়ে
পরের ঘাড়ে দোষ চাপায়।

"ক'' দিয়েছে "খ'' এর দোষ
"খ" দিয়েছে "ক" এর
এমনি করেই গোলমালে সব
হিসাব নয়-ছয়ের।

দেশটা তোরা লুটে খাবি
লুটেপুটে খেয়ে নে
মানুষ পোড়ার সাহস তোদের
কে দিয়েছে জবাব দে?

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

নয়ন বড়ুয়া বলেছেন: প্রতিবাদ হোক কবিতাতে, প্রতিবাদ হোক কবির কলমে...
চমৎকার দাদা।

০৯ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:১৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালোবাসা অন্তহীণ ভালোবাসা ।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

বাকপ্রবাস বলেছেন: বন্ধ কর মানুষ মারার এমন করুণ রাজনীতি
ঘুম আসেনা নিত্য সদা দেখাও কেবল ভয়ভীতি

০৯ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:২০

কবি হাফেজ আহমেদ বলেছেন: একদম ঠিক বলেছেন কবি। ভালোবাসা থাকলো, সীমাহীন ভালোবাসা ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১২

বিজন রয় বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, কিন্ত ছবিটা না দিলেও চলতো।

০৯ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:১৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: ছবিটা বাদ দিয়ে দিলাম দাদা। সৎপরামর্শের জন্য কৃতজ্ঞ থাকলাম। ভালোবাসা অহর্নিশ ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১৯

রানার ব্লগ বলেছেন: যাচ্ছে তাই
রাজনীতির নামে
যা ইচ্ছা করছে তাই।

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। আমরা কপাল পোড়া জাতি ।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৬| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দোষাদুষির রাজনীতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.