নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আগুন খেকো

১৬ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৪১

আমি এক আগুন খেকো
আগুন জ্বালাই বজ্র হয়ে
বিজলী দিয়ে আঁধার থামাই
যুদ্ধ খেয়ে শান্তি নামাই
সব দানবের ঘুম ভেঙে যায় আমার ভয়ে।

আকাশ ভাঙার স্বপ্ন নিয়ে
আগুন খেয়ে বেড়ে উঠা আগুন রাগে
সব মানুষের ভীড়ে আমি
সব সভাতেই সবার আগে
সুখের হাসি, হাসি আমি সব জালেমের পরাজয়ে।

ভয়ে আমার বুক কাঁপে না, বুক কাঁপে না ডরে
অন্ধকারে মন বসে না, মনে বসে না ঘরে

মনকে বলি
চলো এবার জ্বালিয়ে দেবো কালনাগিনীর কালো দু'হাত
রক্ত দিয়ে আগুন জ্বেলে আগুন খেয়ে রাঙাবো প্রভাত

ডানেবায়ে আমার সাথে সত্য ছাড়া আর কেউ নাই
তাইতো আমি শপথ নিয়ে পা দু'খানা সামনে বাড়াই
ধীরে ধীরে শব্দ শুনি
এক এক করে আওয়াজ গুনি
বুকটা হঠাৎ ভরে উঠে কোটি প্রাণের একাত্মতায়
আমার পায়ের চতুর্দিকে কতো পায়ের ঢল নেমে যায়
সবাই যখন আগুন নিয়ে আমার মতো খেলতে নামে
সেই আগুনে জালেম পুড়ে ছাই হয়ে সব জুলুম থামে।

মিথ্যার সাথে নেই যে আপোষ
আমি সাহস আমিই সাহস
বৈষম্যে নেই যে আপোষ
আমি সাহস আমিই সাহস
খুনির সাথে নেই যে আপোষ
আমি সাহস আমিই সাহস

আমি এক আগুন খেকো
আগুন জ্বালাই বজ্র হয়ে
বিজলী দিয়ে আঁধার থামাই
যুদ্ধ খেয়ে শান্তি নামাই
সব দানবের ঘুম ভেঙে যায় আমার ভয়ে।

আকাশ ভাঙার স্বপ্ন নিয়ে
আগুন খেয়ে বেড়ে উঠা আগুন রাগে
সব মানুষের ভীড়ে আমি
সব সভাতেই সবার আগে
সুখের হাসি, হাসি আমি সব জালেমের পরাজয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.