![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
বাবা পাথর পুত্র শোকে
মা বলে যাই মরি’রে
লাল পতাকার খাটে শহীদ
রক্ত মাখা শরীরে।
বন্ধুরা সব খাট ধরেছে
বাপ কাঁদে না সহজে
আমরা কি সব ভুলে যাবো?
কি জানি কি কহ যে!
গুলি খেয়ে খুলি উড়ে
বন্ধ হলো বুলি যার
কয়টি গুলি খাওয়ার পরে
উড়লো মাথার খুলি তার?
বুক পেতে দেয় আবু সাঈদ
মরার আগে সরে না
দেশ বাঁচাতে জীবন দিলে
এমন জীবন মরে না।
এক সাঈদের পথে সবাই
নেমে এলো রাস্তায়
লাল পেয়ালা ভরে গেলো
স্বৈরাচারের নাস্তায়।
এক গুলিতে একজন মরে
বুক পেতে দেয় শত
গুলির চেয়ে মানুষ বেশি
মারবে তুমি কত?
বঙ্গদেশের ছাত্রসমাজ
পঙ্গপালের বেশে
একসাথে সব আগুন জ্বালায়
স্বৈরাচারীর কেশে।
সেই আগুনে ভস্ম হলো
ফ্যাসিবাদের ফানুস
মুক্ত হাওয়ার শ্বাস নিয়েছে
বাংলাদেশের মানুষ।
©somewhere in net ltd.