![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজারো লেখকের ভিড়ে আমি এক ক্ষুদ্র,অতি-নগণ্য,হে প্রভু দাও-গো শক্তি,হতে পারি যেন তাদের তুল্য।
আমি বহুবার কেঁদেছি,তবুও আসেনি কোন জল।
কি করেছিস আমায় তুই,বলনা একটু বল।
তোর মায়ার জাদুতে পড়েছি আমি বার বার,
একটি বার ও বুঝতে পারিনি তুই কখনো হবিনা আমার।
বলেছিলাম তোরে ভালবাসি শুধুই ভালবাসি,
আমার কথা শুনে দিয়েছিলি তুই ব্যাঙ্গাত্বক হাসি।
সেই হাসিতে আমার হৃদয়ে ঝড়েছিল অজস্র রক্ত,
কিন্তু বুঝতে পারিসনি তুই,তোর হৃদয় যে অনেক শক্ত।
আমি আর কখনো কাউকে বলবোনা ভালবাসি,
তুই যে ছিলি আমার মুখের এক চিলতে হাসি।
ভিজতে চাইবোনা কারো সাথে অঝোর বর্ষায়,
কি করে চাইবো বল??এখনো বসে আছি তোর ফিরে আসার অপেক্ষায়।
আধাঁর রাতে খোজঁবোনা আর নীল আকাশে তারা,
কষ্ট আমায় গ্রাস করেছে,তুই হয়েছিস হাত ছাড়া।
আসবি কি তুই আবার ফিরে ছোট্ট এই নীড়ে??
কষ্টের সাথে করবো আড়ি,সুখ আসিবে ফিরে।
২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৭
হাঁফীজ আনোয়ার হোসাইন বলেছেন: অসংখ্য ধন্যবাদ রইলো
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
সিগনেচার নসিব বলেছেন: খুব সুন্দর কবিতা
বেশ কয়েকবার পড়লাম
ভাল লাগা জানুন