নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ এক মহা-মানব

হাঁফীজ আনোয়ার হোসাইন

হাজারো লেখকের ভিড়ে আমি এক ক্ষুদ্র,অতি-নগণ্য,হে প্রভু দাও-গো শক্তি,হতে পারি যেন তাদের তুল্য।

হাঁফীজ আনোয়ার হোসাইন › বিস্তারিত পোস্টঃ

দৃপ্ত শপথ

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৩

নতুন দিনের গাইবো গান,উড়াবো সবুজ নিশান,
শান্তির সংগ্রামে জাগাবো পুনরায় মোদের প্রাণ।
.
আর কতকাল ঘুমিয়ে কাটাবে,জাগবেনা কি তুমি?
চেয়ে দেখ রক্তে কেনা দেশটা আজ জঙ্গীদের বাস ভূমি।
.
তুমি আনো ফের ১৯৭১ এর বিপ্লবী সাইমুম,
ভাঙো আধাঁরের শিখর,উড়াও জড়তার ঘুম।
.
সন্ত্রাস আর দূর্নিতীতে দেশটা গেছে ছেয়ে,
সময় এখন ঘুরে দাড়ানোর আর থেকোনা ভয়ে।
.
বক্ষ তোমার এখনো তাজা,টগবগ করছে খুনে,
ময়দানে এস রুদ্র চিত্তে,সাহসী কপাট খুলে।
.
গর্জে উঠ সবাই আবার,উড়াও সবুজ নীশান,
ভয় করনা শত্রুদের থাকতে দেহে প্রাণ।
.
তাদের শক্তি যতই বড়,তোমাদের থেকে নয়,
হামলে পড় তাদের উপর,ছিনিয়ে আনো জয়।
.
এস হে যুবক,লাঞ্চিতো বঞ্চিতো সকলের মুক্তি লয়ে,
এস এ-হেন বাংলার দুঃসময়ে।
.
এক বাক্যে সবাই বল,লাখো কন্ঠে আউয়াজ তুল,
বাংলার মাটিতে সৎ লোকের শাসন চাই,
এসো হাতে হাত রেখে এই দৃপ্ত শপথ করি সবাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.