![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজারো লেখকের ভিড়ে আমি এক ক্ষুদ্র,অতি-নগণ্য,হে প্রভু দাও-গো শক্তি,হতে পারি যেন তাদের তুল্য।
তুমি চাইলেই বৃষ্টি হব,মেঘ হব আকাশে।
তুমি চাইলেই নামবো আমি,অঝোর ধারায় মাটিতে।
তুমি চাইলেই পাখি হব,উড়ে যাব আকাশে।
তুমি চাইলেই পাড়ি দেব,সাত সমুদ্রের উপাড়ে।
তুমি চাইলেই কষ্ট হব,হব তোমার সুখ।
তুমি চাইলেই মিটিয়ে দেব,তোমার যত দুখ।
তুমি চাইলেই মরবো আমি,রাখবো জীবন বাজী,
তুমি চাইলেই হয়ে যাবো,আকাশের তারকারাজি।
তুমি চাইলেই করবো আমি,বিদ্রোহ আর যুদ্ধ,
তুমি চাইলেই বানিয়ে দিবো,দুনিয়াটা রণক্ষেত্র।
তুমি চাইলেই হাসবো আমি,কাঁদবো তোমার দুখে,
তুমি চাইলেই বিলিয়ে দিবো,জীবন হাসি মুখে।
তবুও আমি বাসবো ভাল,তোমায় সারাজীবন,
শুনবে নাকো কারো কথা,আমার এই মন।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৭ রাত ১০:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল লেখা।