নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাফসা আক্তার নাফিসা

হাফসা আক্তার নাফিসা › বিস্তারিত পোস্টঃ

এমনি ভাবে লড়াই করতেছে কিছু শিশু

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

আমি কলেজে যাচ্ছিলাম।একটা
বাচ্চা মেয়ে
খুব বেশি হলে বয়স হবে ৫বছর।
এগিয়ে এল আমার কাছে কিছু ফুল
হাতে নিয়ে।
বলল ভাইয়া ফুল নিবেন? ফুল
ভাইয়া নেন একটু একটা ফুল নেন ৫টাকা।
.
.
ভাইয়া আপু কে দিবেন অনেক খুশি
হবে। আমি
হাটতেছিলাম আর মেয়েটাও আমার
পিছে পিছে
হাটতেছিল। মেয়েটাকে দেখে
অনেক মায়া লাগলো।
আমি দাড়িয়ে মেয়েটাকে ডাকলাম।
মেয়েটা
কাছে আসলো। মেয়েটাকে নিয়ে
পাশের বেঞ্চিতে
বসালাম.।
.
.
:নাম কি তোমার?
:আমার নাম বিন্দু কিন্তু এখন সবাই ফুলি
বলেই ডাকে।
:ফুল গুলো বেচে কি কর?
:এগুলো আমার ফুল নয়তো..
:কার ফুল বেচ তাহলে?
:ফুলগুলো হল দোকানির, আমি যদি
এগুলো সব
বেচে দিতে পারি তাহলে আমাকে
দুপুরবেলা
খেতে দিবে।
:ও রাতে কি খাবে তাহলে?
:খাই না তো।
:আচ্ছা তোমার মা-বাবা কোথায়?
:আমার তো মা-বাবা নেই।তবে আমার
একটা মা
ছিল...
.
.
:ছিল মানে? এখন কোথায়?
:আমার ওই মা তো আমাকে ছোট
বেলায় রাস্তায়
কুড়িয়ে পেয়েছিল।তারপর আমাকে
এতবড় করছে।
কিন্তু মা এর তিন ছেলেমেয়ে আছে
মা একা
কাজ করে সবাইকে নিয়ে সংসারে
কূল পাচ্ছিল
না। তাই আমাকে কিছু কাপড় সহ
যেখানে
পেয়েছিল সেখানে রেখে গেছে।
:তুমি সকালে কিছু খেয়েছ?
:না স্যার, আমি সুধু একবেলা খাই, আর ওই
খানে একটা টেবিলে রাতে ঘুমাই।
:লিখাপড়া করতে ইচ্ছে করে না?
:স্যার আমি মা এর কাছে যখন ছিলাম
তখন
আমার ছবিওয়ালা বই ছিল আমি রোজ
পড়তাম।
.
.
নিজের কান্না চেপে রাখতে
পারছিলাম না।
মেয়েটাকে নিয়ে পাশের ১টা
রেস্তোরা তে
গেলাম। তাকে বল্লাম যা খেতে
ইচ্ছে করে বল।
মেয়েটা অনেক খুশি হয়েছে আজ ভাল
কিছু খেতে
পারবে তাই। তারপর বিরিয়ানি মুরগি
মাংস
দিয়ে তাকে নিয়ে খেতে বসলাম।
.
.
মেয়েটাকে পেট ভরিয়ে খাবার পর
বল্লাম
আমার সাথে যাবে?
তখন বলল কোথায় স্যার
আমি বল্লাম আমাকে স্যার বলবে না
ভাইয়া
বলবে।
আমার সাথে আমাদের বাড়িতে
যাবে?
আমার আম্মু আব্বু এর সাথে থাকবে
লিখাপড়া
করবে?
কি হতে চাও বড় হয়ে?
:ডাক্তার হতে চাই ভাইয়া।
:কেন ডাক্তার হতে চাও কেন?
:আমার ওই মা এর অনেক অসুখ ছিল। আমার
মা
এর কাছে টাকা ছিল না তাই
চিকিৎসা করাতে
পারতো না। তাই ডাক্তার হলে টাকা
নিব না।
:আচ্ছা চল
:কোথায় ভাইয়া?
:মার্কেট এ, টোমার জন্য কিছু জামা
কাপড়
কিনবো।
.
.
কেনাকাটা শেষ করে আমি ওকে
নিয়ে বাড়ির
উদ্দেশে বাস এ উঠল...হয়ত এটা কষ্ট কিন্তু
বাস্তবতার সাথে এমনি ভাবে লড়াই করতেছে
কিছু
শিশু। ওদের ভুলটা কি?


my blog

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৩

আহলান বলেছেন: ফিনিশিংটা বুঝলাম না ... ওদের দোষ না, দোষ আমাদের, সমাজের ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.