![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুমে বসে জাম্বুরা খাচ্ছিলাম। এমন সময় পাশের রুম থেকে ছোট বোন এসে সরাসরি জিজ্ঞেস করলো, আপু গরুর লেজ কি রকম?
আমিতো প্রথমে টাস্কি। পরে কইলাম, আমি জানি না।
তার পরেও কয়, কওনা গরুর লেজ দেখতে কি রকম?
তো আমি কইলাম, তুই কখনো কুরবানীর গরু দেখস নাই।
ও কয় , আরে কত আগে দেখছি। মনে নাই ভালো করে।
আমি জিগাইলাম , এই কয়দিন আগেও তো কুরবানীর গরুর ছবি পেপারে দিছে। দেখস নাই?
এইবার ও কয়, আমিতো গরুর চেহাড়া দেখছি। লেজ দেখি নাই। আমি কইলাম, তো লেজ দেখার জন্য কি আলাদা আয়না লাগবো?
কয়, হ লাগবো। আবার প্রশ্ন, আইচ্ছা গরুর লেজ কি আমার চুলের মতো?
এইবার বুঝলাম ঘটনাটা কি। আম্মু অর চুলেরে গরুর লেজের সাথে তাশবিহ দিছে। তাই আমারে এই গরুর লেজ নিয়া এতো প্রশ্ন করতাছে। আমি কইলাম, আম্মু কি এইডা কইছে। তয়লে কৃষি বই খুইজ্যা দেখ অনেক গরুর ছবি পাবি।
ঠিকই বই খুলে খুজা শুরু করলো। একটা গরুর ছবি বের করে আর দেখে লেজের কতটুকু চুল। একটু পর কইলো, আপু দেখ, গরুর লেজের নিচের দিকে অল্প কিছু চুল আছে। আর আমার মাথায় তো পুরোটাতেই চুল। তাইলে গরুর লেজের মত হয় কেমনে? আমার চুল আলাদা তাইনা...............
এহন আপনেরা কন, এই রকম বোন থাকতে মাথা গরম করার জন্য আর কিছু কি লাগে? খামাখা আমার খাওয়াটা নষ্ট করলো............
visit this web site
Bangla Blog
Bangla Love Sms
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১
উৎপল হালদার বলেছেন: ওর চুল কাইট্টা অল্প কইরা দেন!
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ওয়েবসাইট গুলান ডিলিট করেন।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯
আবু ইশমাম বলেছেন: আসলেই ভাবার মতো বিষয...